আমাদের কথা খুঁজে নিন

   

গার্মেন্টস সমাচার ।



মানুষ স্বপ্ন দেখতে ভালবাসে তাই স্বপ্ন দেখে । আমাদের বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ । এদেশের মানুষকে কঠোর পরিশ্রম করতে হয় । প্রতিটি মানুষ চাই উন্নত জীবন ব্যবস্থা । তাই গ্রামের মা-বাবা তাদের আদরের সন্তানকে উচ্চ শিক্ষা পড়ানোর ইচ্ছা থাকলেও পরিবারের অভাবের টানে ৫ম বা ৮ম শ্রেণী পর্যন্ত লেখা-পড়া করিয়ে পরিবারের একটু স্বাচ্ছন্দের আশায় ছেলে-মেয়েকে পাঠিয়ে দেয় তাদের বাড়তি আয়ের জন্য ।

নতুন অবস্থা গার্মেন্টসে যাওয়ার জন্য মা-বাবাকে গ্রামের অনেকের কাছ থেকে শোধে ঋণ নেয় । তারা জানে তাদের সন্তান গার্মেন্টসে চাকরী করে ঋণ পরিশোধ করবে । ছেলে-মেয়েরা ঢকা যাওয়ার সময় চাল,ডাল, আসবারপত্র ইত্যাদি মা-বাবার কাছ থেকে নিয়ে যাই । কিন্তু ছেলে-মেয়েরা গার্মেন্টসে চাকরী পাওয়ার পর এক থেকে পাঁচ মাস বাড়িতে টাকা পাঠায় । পরে তারা তাদের অতীত ভূলে গিয়ে রং তামাশায় মেতে ওঠে , বাড়িতে মা-বাবাকে বাড়িতে আর টাকা পাঠাই না ।

কিন্তু মা-বাবা আত্নীয়-স্বজন সবাই তাদের জন্য চিন্তা করে । মা-বাবা বাড়িতে টাকা পাঠানোর কথা বললে নানান রকম সমস্যার কথা বলে । এভাবে ৬ থেকে ১২ মাস অতিবাহিত হওয়ার পর হয়ত হতভাগা মা-বাবাকে শোনতে হয় চেলে বা মেয়ে বিয়ে করে ফেলেছে । এদিকে মা-বাবার স্বপ্ন দূলিষাত হয়ে যায় । মা-বাবার কপালে নেমে আসে শোকের ছায়া ।

কিন্তু সন্তানেরা আর পিছনের দিকে ফিরে তাকাই না । তাদের দুচোখে থাকে তখন সোনালী ভবিষ্যতের স্বপ্ন । এভাবে আমাদের দেশের অনেক পরিবার দুঃখ দুদর্শায় জীবন-যাপন করছে । সন্তানেরা চিন্তা করে না একটি শিশুকে লালন-পালন মা-বাবাকে কত কষ্ট করতে হয় ,মাথার ঘাম পায়ে পেলে মা-বাব তাদের সন্তান-সন্তানাদিকে লালন-পালন করে । সন্তানেরা কি এভাবে তাদের মা-বাবার উপর দায়িত্ব পালন করবে ? বরং তাদের জন্য মা-বাবার মাথা সমাজে নিচু হয়ে যায় ।

আমাদের দেশের ছেলে-মেয়েরা কি এভাবে তাদের ভবিষ্যত গড়ে তুলবে ? । তারা কি স্বার্থপরের মতো নিজের কথা চিন্তা করবে ? মা-বাবার বুকফাটা কাঁন্না শুনতে পাবে না ? প্রেম-ভালবাসা কি মা-বাবা থেকে বড় হয়ে দাঁড়ায় ? তাহলে আমরা এ রকম ভালবাসাকে ঘৃর্ণা করি । ভালবাসাতো মানুষকে ভালবাসতে শিখায় কিন্তু যে ভালবাসা মা-বাবার স্বপ্ন ভাঙ্গার কারণ হয়ে দাঁড়ায় সে ভালবাসাকে আমাদের সকলের ঘৃর্ণা করি উচিত । আমি আমার দেশের মা-বাবাকে বলবো আপনারা আর স্বপ্ন দেখবেন না । যে স্বপ্ন শুধু স্বপ্ন থেকে যায় ।

আমি এদেশকে নিয়া অনেক স্বপ্ন দেখি । তাই আমাদের দেশের তরুণ সমাজকে বলব তোমরা আগামী দিনের কর্ণধার ,তোমরা প্রেম-ভালবাসার মোহে আচ্ছান্ন না হয়ে মা-বাবার স্বপ্ন গুলোকে বাস্তবায়ন কর । তোমাদের সোনালী ভবিষ্যৎ হাতছানি দিয়ে ডাকছে । তোমরা শক্ত হাতে দাঁড় ধরে জাতিকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাও । তাহলে দেশ হবে সমৃদ্ধ আর তোমাদের জীবন হবে গৌরবময় ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.