আমাদের কথা খুঁজে নিন

   

"গার্মেন্টস পাঁটটি"

অনুমতি ব্যতিত কপি পেস্ট মারলে মাইরা ভূত বানাই হালামু… আমার মাথায় সমস্যা থাকতে পারে… কাউকে আহত করতে চাই না! কিন্তু এগুলো আমার মনের কথা! বর্তমানের এই প্রজন্মর ধ্যান ধারণা নিয়ে কিছু বলি, যারা অন্তত ভারসিটি লেভেলের! অনেক কথাই শুনি, “ওই মেয়েকে ছাড়া আমি বাচব না”, “আমার কোন ভালো বন্ধু নাই...” “...আমার বাচার কোন অর্থ নাই”, ইত্যাদি ইত্যাদি , তাদের সপ্ন অনেক বড়! তারা চায় পাস বিদেশ যেতে, বাড়ি গাড়ি কিনতে, অনেক টাকা কামাতে, তারা হাজার টাকা খরচ করে ডিজে পার্টিতে যায়, কেএফসি পিজা হাঁটএ গিয়ে নিজের ভাবমূর্তি উন্নত করতে যায়, ঘরে অসুস্থ মা এর জন্য সারাদিন ফেইসবুকএ বসে থেকে স্ট্যাটাসএ তার বন্ধুদের “দোআ” চায় আর প্রেমে বার্থ হয়ে আত্মহত্যার মত হাস্যকর কাজ করে! আর তাদের চারপাশেই থাকে আরও অনেক বেশি মানুষ যাদের আমরা “নিম্নশ্রেণী” গার্মেন্টস পার্টি” “শ্রমিক” আরও নানা বিশেষণে ছোট জ্ঞান করি, তাদের “প্রেমপ্রীতির” সময় নাই, এত বন্ধুর দরকার নাই, কেএফসি পিজা হাঁটএ ডিজে পার্টিতে যাউয়ার পয়সা নাই, কারন তাদের সব পয়সা ঘরের মানুষগুলোর মুখে সামান্য “পাটশাক আলু আর ভাত” তুলে দ্বার জন্য, মা এর ওষুধ কিনে দ্বার জন্য, ছেলে মেয়েদের স্কুলে পাঠানোর জন্য বা ঈদএ মেয়েটার জন্য ১টা লাল ফ্রক কিনে দ্বার জন্য... আর তাদের শ্রম ও সময় দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করার জন্য, মালিকদের আর উচ্চবিত্তদের লোভ মেটানর জন্য আর বেল্টের ফুটা বাড়ানোর জন্য,আর বিজেএমই ভবন আরও উচু করার জন্য আর সরকারী শিক্ষার্থীদের পড়ালেখার খরচ যুগিয়ে তাদের বিদেশ পাঠানোর জন্য... তাই তাদের জীবনের মূল্য অনেক বেশী!! কিন্তু আমরা কখনই তা বুঝতে পারবনা, যতদিননা পর্যন্ত তারা কাজ বন্ধ করে নিজেরাই বিলীন হয়ে যায়! আর বর্তমানের এই প্রজন্মর এই ব্যাপারে তেমন কোন মাথাবাথা আছে বলে মনে হয় না! থাকবে কি করে? নিজেরাই যেমন অত্যাচারিত এ অসুস্থ প্রতিজগিতায় টিকে থাকতে! আমি কিন্তু সবার কথা বলছি না, মাজরইটিরর কথা বলছি! আর আজকে আমার এই শ্রমিকদের জন্য স্ট্যাটাসএ সম্মান জানাইয়া ২ ১ টা লাইক কামানো ছাড়া আর কুন কাজ নাই! কাল এক্ষাম আসে! আমিও তো বর্তমানের এই প্রজন্মরই একজন! যাই হোক, শ্রমিকদের সালাম :S ! আর এদেশের সরকারকে জীবনেও ক্ষমা করতে পারব না রানা প্লাজার জন্য! সবাই ভালো থাকবেন...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.