আমাদের কথা খুঁজে নিন

   

আমরা কি শিখবো?

দেখেছি দূরে ঐ সোনালী দিন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সময় আমার কিছু তিক্ত ঘটনা আছে। যার মাঝে ২ টি আমি সবার সাথে শেয়ার করতে চাই। প্রথম ঘটনা: আমাদের ডিপার্টমেন্টের পরীক্ষা চলছিল। বান্ধবীর সাথে গ্রুপ ডিসকাসনের জন্য গিয়েছি ওর হলে, ২/৩ দিন থাকবো বলে। আমি হলে থাকতাম না।

আমাদের বাসা রাজশাহী তে তাই বাসা থেকেই ক্লাস করতাম। যাই হোক। আমি হল এ ঢুকতেই গেট দেখা হোল হাউস টিউটর এর। জানতে চাইল আমি কোথায় যাচ্ছি। আমি ঘটনা বললাম।

তার পর উনি আমাকে বলে, তোর লাগেজ কই? আমি বললাম, আমার বান্ধবী নিয়ে আসবে। এই কথা শুনে মাননীয় হাউস টিউটর মহিলা বলেন, "তুই কোন লাট সাহেবের বেটি আসছিস যে তোর লাগেজ অন্য একজন নিয়ে আসবে?" এই যদি হয় আমাদের দেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকা দের আচরন তাহলে আমরা জাতির কাছে কি আশা করতে পারি? তারা নিজেরাই জানে না একজন বিশ্ববিদ্যালয়ে পড়া স্টুডেন্ট কে কিভাবে সন্মান করতে হয়, তাদের কি উচিৎ স্টুডেন্ট দের কাছে সন্মান আশা করা? ২য় ঘটনা: আমি আর আমার বান্ধবী তাপসি-রাবেয়া হল এ এ্যাটাচ ছিলাম। পরীক্ষার রেজিস্ট্রেসনের জন্য গেছিলাম হলে। কিন্তু আমাদের ২জনেরই আইডি কার্ড রি-নিউ করা ছিলো না, এদিকে রেজিস্ট্রেসনের লাস্ট ডেট আর ২ দিন পর। এর পরে ফাইন দিয়ে রেজিস্ট্রেসন করতে হবে।

আমার বান্ধবী ছিল বিশ্ববিদয়লয়ের শিক্ষকের মেয়ে এর জন্য শুধু ওর রেজিস্ট্রেসন করে দিল হল থেকে কিন্তু আমারটা হলো না। ওরা নির্লজের মত বললো, সেতো আমাদের বিশ্ববিদয়লয়ের শিক্ষকের মেয়ে তাই তার টা করে দেয়া হলো। এদের এই কথা বলতে এতটুকু বাধলো না। আমাকে ফাইন দিয়ে রেজিস্ট্রেসন করতে হল। এই হল আমদের জাতির স্বজন প্রীতি।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.