আমাদের কথা খুঁজে নিন

   

রেফারি কাকাকে লালকার্ড না দেখালেও পারতেন- শাবনূর

সবুজের বুকে লাল, থাকবে চিরকাল

বাইরের আনন্দটা বেশ সাদামাটা হলেও আমার ভিতরের আনন্দটা বিশাল। বিশ্বকাপ খেলা সেভাবেই উপভোগ করছি। ব্যস্ততার কারণে নিয়মিত এবং সবক’টি খেলা দেখা না হলেও মধ্য রাতের খেলা মাঝে মধ্যে দেখছি। আর সেটা যদি হয় প্রিয় দলের খেলা, তবে তো অবশ্যই। আমার প্রিয় দল ব্রাজিল।

তবে আর্জেন্টিনাও ফেলে দেয়ার মতো নয়। তাদের খেলা আমার বেশ ভাল লাগে। তার চেয়েও ভাল লাগে তাদের কোচকে। মারাদোনাকে আমি বেশ ভালবাসি। বিশেষভাবে খেলা চলাকালীন তার চালচলন এবং বল জালে ঢুকলেই কারও কোলে ওঠে পড়াটা সত্যিই যেন বার বার দেখার মতো।

আর প্রিয় দল ব্রাজিল। চারদিকের সবাই- ব্রাজিল.., ব্রাজিল... বলে কেমন উল্লাস করছে। এবারের বিশ্বকাপ খেলায় যখনই ব্রাজিল গোল করছে, তখনই লক্ষ্য করছি- আমার বাসার আশপাশটায় হৈ হৈ চিৎকার। তবে এই প্রিয় দলের প্রিয় খেলোয়াড় কাকার মাঠ ছেড়ে চলে যাওয়ার বিষয়টি আমাকে আহত করেছে। মনের মাঝে একটি প্রশ্ন রয়েছে কাকাকে লালকার্ড না দেখালেও পারতেন রেফারি।

যাই হোক, তবু ব্রাজিল জয় করেছে এবারের বিশ্বকাপের হয়ে যাওয়া দুটো খেলা- আর ব্রাজিলই জয় করবে এবারের বিশ্বকাপ। আর এই জয় আমি উপভোগ করবো অস্ট্রেলিয়ায় থেকে। সিডনিতে বোন-ভাইয়ের সঙ্গে বসেই দেখবো কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনাল খেলা। তবে চাইবো, আর্জেন্টিনার সঙ্গে ফাইনাল খেলবে ব্রাজিল।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.