আমাদের কথা খুঁজে নিন

   

আধ্যাত্মিক বিষয়ে মনযোগী হওয়ার প্রতি গুরুত্বারোপ



বৎস, আমার উপদেশসমূহ গভীরভাবে চিন্তা কর এবং মনে রেখো যিনি মৃত্যুর অধিকর্তা তিনি জীবনেরও মালিক এবং তিনিই সৃষ্টী ও মৃত্যু ঘটান। যিনি জীবনের বিনাশ ঘটান তিনিই আবার জীবনের সূচনা করেন এবং যিনি রোগে আক্রান্ত করেন আবার তিনিই আরোগ্য দান করেন। জেনে রাখো, এ পৃথিবী অবিনশ্বর নয়, যেভাবে আল্লাহ্‌ চেয়েছেন সেভাবেই চলছে, বিভিন্ন কল্যাণ দানের ক্ষেত্রে, বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে, পরকালে প্রতিদান দেওয়ার ক্ষেত্রে এবং আরও যাকিছু তিনি ইচ্ছা করেছেন তুমি তা জান না। যদি এবিশ্ব ও তার উত্থান-পতন সম্পর্কে কোন কিছু বুঝতে না পার, তাহলে সেটাকে তোমার অজ্ঞতার কারণ বলে মনে করো। কেননা, তুমি প্রথমেই জ্ঞানশূন্য অবস্থায় জন্মগ্রহণ করেছিলে।

অতঃপর তুমি জ্ঞান অর্জন করেছিলে। এমন অনেক বিষয় আছে যা তুমি জান না [কিন্তু আল্লাহ জানেন] এবং এসব ক্ষেত্রে তোমার চিৎশক্তি দিশাহারা আর তোমার দৃষ্টিশক্তিও এখানে অকেজো। তারপরও তুমি ওগুলোকে জানবে! সুতরাং তাঁর কাছে আশ্রয় গ্রহণ কর যিনি তোমাকে সৃষ্টি করেছেন, তোমাকে আহার দিচ্ছেন এবং তোমাকে সুসম অবয়বে গঠন করেছেন। তোমার ইবাদত কেবল তাঁরই জন্য হবে, তোমার একাগ্রতা একমাত্র তাঁর প্রতিই নিবদ্ধ থাকবে এবং তাঁকেই ভয় করবে। বৎস, জেনে রাখো! মহানবী (স.) যেভাবে মহিমান্বিত আল্লাহ্‌ সম্পর্কে জ্ঞান দান করেছেন, আর কেউই এমন খোদা পরিচিতির জ্ঞান দেয়নি।

সুতরাং নেতৃত্বকে মাথায় তুলে নাও এবং তোমার মুক্তির জন্য তাঁর পথনির্দেশনাকে মেনে চলো। নিশ্চয়ই, তোমাকে উপদেশ দিতে আমি আমার চেষ্টার ত্রুটি করবো না এবং নিশ্চয়ই তুমি চেষ্টা করেও সে অন্তর্দৃষ্টি তোমার কল্যাণের জন্য লাভ করতে পারবে না যা আমি তোমাকে দিতে পারবে। । বিস্তারিত জানতে ক্লিক করুন

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.