আমাদের কথা খুঁজে নিন

   

রুনা আর রত্নার জন্য শুভ কামনা

গ্রাম-প্রকৃতি-সবুজ-সারল্য যেখানে মিলেমিশে একাকার, সেখানে ফিরে যেতে মন চায় বার বার।

আমরা মানুষ। ধ্বংসস্তূপের উপর নতুন বসতি গড়ে নতুন করে বাঁচার স্বপ্ন দেখাই আমাদের কাজ। এ কাজে আমরা জয়ী হয়েছি বার বার। প্রকৃতির বৈরিতা, বিধাতার নিষ্ঠুরতা-এসব কিছু যত ভয়ংকরই হোক না কেন জয় করেছি আমরা।

বৈরী সময়ের মুখোমুখি দাঁড়িয়ে নিজকে আবিস্কার করেছি নতুন জীবনের সম্ভাবনায়। বিধাতার নিষ্ঠুরতায় তেমনি এক ভয়ংকর বৈরী সময়ের মুখোমুখি রুনা ও রত্না। হাতে মেহদীর আলপনা এঁকে ওরা দুজন অপেক্ষায় ছিল একটি সুন্দর সোনালী ভবিষ্যতের। কিন্তু বিধাতার নিঠুর খেলায় ওদের সেই স্বপ্ন মুহূর্তেই দুঃস্বপ্নে পরিণত হয়ে গিয়েছে। আমি শুরুতেই যে কথাটি বলেছি যে আমরা পারি সব বৈরিতাকে জয় করতে।

তারই প্রকাশ ঘটতে যাচ্ছে আজ রুনা-রত্নার বিয়ের মাধ্যমে। ধন্যবাদ প্রধানমন্ত্রীসহ অন্যান্যদের যারা এই দুই বোনের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার উদ্যোগ নিয়েছে। আসুন আমরা সবাই রুনা-রত্নাকে প্রাণভরে আশীর্বাদ করি। দুই বোনের সুখী-সুন্দর-সম্ভাবনাময় দাম্পত্য জীবন কামনা করি। আর যেন কোন অনাকাংখিত ঝড় এদের জীবনে না আসে।



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.