আমাদের কথা খুঁজে নিন

   

অগোছালো ভাবনা



অগোছালো ভাবনা চলার পথ এতটাই দূ্র্গম যে, পথিক তার ক্ষয়ে যাওয়া চটির ফাঁক গলে তার ভবিষ্যত দেখতে পায়। পৃথিবী এতটাই নিষ্ঠুর যে, রাস্তার ভিখারীর শতছিন্ন পোশাকে তার সভ্যতা বিকশিত হয়। রাতগুলো এতটাই দীর্ঘ যে, প্রেমের মহাকাব্য রচিত হয় আঁতুরঘরে সদ্য ভুমিষ্ঠ শিশুর চিৎকারে। বেকারের ভালোবাসা খুঁড়িয়ে চলা লোকাল বাসের মত, রাজপথের মরীচিকার পেছনে ছোটে। আর তুমি সভ্যতা খুঁজে পাওয়া কোন প্রাচীন শিলালিপি, অসম্ভব যার পাঠোদ্দার।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।