আমাদের কথা খুঁজে নিন

   

অগোছালো ভাবনা - ২

"পসার বিকিয়ে চলি জগৎ ফুটপাতে, সন্ধ্যাকালে ফিরে আসি প্রিয়ার মালা হাতে"

অগোছালো ভাবনা - ২ মেঘের আঁচলে লুকিয়ে থাকুক বৃষ্টিফুল আমি কিছুতেই সেই ফুল তোমায় ছুঁতে দেবোনা। তুমি বৃষ্টির ছোঁয়া পেলেই- মেঘবালিকা হয়ে নেচে নেচে আমায় ডেকে নিয়ে যাবে ঐ দূর পাহাড়ে। আমি কিছুতেই সেই পাহাড় টপকে তোমার কাছে যেতে পারবোনা। আকাশ আলো করে চাঁদ উঠলে উঠুক, আমি জোছনার ধবল আলো নিংড়ে নেবো আমার দু’চোখের পাতায়-আমি কিছুতেই সেই আলো তোমায় ছুঁতে দেবোনা। তুমি জোছনা গায়ে মেখে জোনাক হয়ে উড়ে যাবে ঐ দূরের কাশবনে। আমি রাতের নিবিড় আঁধারে তোমায় কিছুতেই খুঁজে পাবোনা ঐ ঘন কাশবনে। বরং আধফোটা ভোরের স্নিগ্ধ আলো এসে আমার দু’চোখ ছুঁয়ে যাক- আমি যেন চোখ মেলে দেখি জানালার ওপাশে তুমি পাখী হয়ে বসে আছো জারুলের গাছে। আমি হাত বাড়িয়ে তোমায় ছুঁতে পারবোনা জানি তবু রোজ ভোরে তুমি মিষ্টি সুরে আমার ঘুম ভাঙ্গিয়ো। তুমি আমার ঘুম ভাঙ্গানিয়া পাখী হয়ো।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।