আমাদের কথা খুঁজে নিন

   

♠♠অগোছালো♠♠

কষ্ট অপ্রত্যাশিত,তাই আমি কষ্টকে ভালবাসি

যে শব্দগুলো বলতে পারিনি তোমায় কবিতায় বলি যে গল্প আমি তৈরি করতে পারিনি গদ্য কবিতায় করি যে সুরের তীক্ষ্ণতা আজো অজানা কবিতার ছন্দে সে সুরের ব্যঞ্জনা যে খেতাব পাব বলে প্রেম এসেছিল না পেয়ে পেয়েছি কবি জন্ম থেকে কষ্ট যার সঙ্গী দুঃখ ছাড়া আছে তার সবি ভোরের আগে যার ঘুম আসেনা তাকে তুমি বলবে সুখী? এই কবিতা তুমি পড় না ভুল করে পড়লেও এখানে এসে থেমে যেও চোখ খুলে আর দেখ না তিনটি স্তবকে আছে মিছেমিছি বর্ণনা। যখন কষ্টের কবিতা লিখব ঠিক করি এমন মায়া ভরা আঁখি নিয়ে দেখা দাও কবিতা রোমাঞ্চের কথা বলে মধ্য চরণে এসে অভিমানী হয়ে উঠে তারপর রাগ ভাঙ্গাতে ভাঙ্গাতে যত অগোছালো ছন্দের তৈরি বটে। দেশ ও প্রকৃতি নিয়ে চিন্তা হয় প্রায়ই কিন্তু কি আর লেখা যায় যৌবন কালে করুণ দশা নিভৃতে যার ক্ষয় দলাদলি আর নোংরামিতে গণতন্ত্রের কি হয় জয়? প্রকৃতি বলে ওগো কবি গাঁয়ে আমার মানুষ পোড়ার গন্ধ এ শুকে তুমি লিখবে কীভাবে পাহাড় নদীর ছন্দ? রঙিন ঘুড়ির পানে চেয়ে আছি আকাশে হঠাৎ ছিঁড়ে গেছে ডোরটা নিরুদ্দেশে ছুটছি এখন আঁটকে গেলে হয়তো কেটে যাবে ঘোরটা। [রাসেল হোসেন, ১১-১২-১৩]

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।