আমাদের কথা খুঁজে নিন

   

অগোছালো ভাবনা

"পসার বিকিয়ে চলি জগৎ ফুটপাতে, সন্ধ্যাকালে ফিরে আসি প্রিয়ার মালা হাতে"

অগোছালো ভাবনা প্রকারান্তে ভালই আছি যে যার পথে। কবে, কখন, কোন্ পথে হেঁটেছিলাম দুজনে একসাথে, কি আর হবে সেসব ভেবে? গোধূলির রঙ ছড়ানো সন্ধ্যায় যেদিন সবকিছুর অবসান ঘটিয়ে যে যার মতো ফিরে গেলাম- পেছনে লাল সূর্যটা খানিকটা অভিমান নিয়েই ডুবেছিল হয়তো দিগন্তের ওপাড়ে। তুমি আমি কেউ একবারের জন্যেও ফিরে তাকাইনি। অথচ একদিন ইচ্ছে ছিল দুজনে মন ভরে সূর্যাস্ত দেখবো। কে জানতো, দুজনের মনে যে সুর ছিল তা ছিল অন্যরাগে বাঁধা।

বাজেনি এক সুরে। ফিরে চললাম। অচেনা জায়গা, অজানা পথ। সামনে গাঢ় সবুজ দেবদারু বনের মায়াবী হাতছানি। দুঃস্বপ্নের এক বিরহী সন্ধ্যার গহীন আঁধারে হারিয়ে যাবার প্রবল ইচ্ছে।

কষ্টের জোনাকগুলো মনের ভেতর থেকে থেকে জ্বলছে। অনাগত এক সূর্যোদয়ের প্রত্যাশাকে রাতের চাদরে ঢেকে তুমিও চলে গেলে নিজ গন্তব্যে। অরণ্যের পথে আমার হেঁটে চলা। অবশেষে আশ্রয় পেলাম এক ভিক্ষুর আশ্রমে। সারারাত কান পেতে ছিলাম।

হয়তো কারো পদক্ষেপ শোনা যাবে-হয়তো কেউ শুকনো পাতা মাড়িয়ে এদিকেই আসবে। আচ্ছা, বালির উপর পরে থাকা পাতায় কোন শব্দ হবেতো! রাতের নিস্তব্ধতা ভেঙ্গে পাতার মড়মড় শব্দ কানে আসবেতো! সাপ, বিচ্ছু, বিষ পিঁপড়ার ভয় মনের ভেতর। তার নরম শরীরের বিষের জ্বালা সইবেতো! রাত্ভর শুধুই অজানা আশঙ্কা, কারো জন্য অপেক্ষা নয়। সকালে সূর্য উঠলেই আর কোন ভয় নেই। দিনের আলোয় কেউ পথ হারায়না অথচ মানুষের বোকা মন যখন তখন পথ হারায়।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।