আমাদের কথা খুঁজে নিন

   

বিস্মরণ

ভাল লাগে ফুল, কিছু কিছু ভুল

ভুলে গেছি সব মুখর বিকেল, ডানপিটে মাঠ, উদ্ভাসী চোখ রূপকথা ছোঁয়া পাটভাঙা ভোর, একাকী দুপুর- আহা নির্জন ভুলে গেছি সেই মায়াবী গোধূলি, কাদা লিপে ফেরা শ্রান্ত চরণ বিস্মরণের বাঁকে রয়ে গেছে জমানো স্মৃতির যোগ ও বিয়োগ মুঠোর ইথারে ত্রস্ততা ঝেরে চেনা রিংটোনে বাজিয়ে সেতার আচমকা কোন মুখ ভেসে এলে- বহুদিন পর শূন্যতা বেয়ে বুদবুদ ওঠে গভীরে কোথাও- রিনরিনে ঢেউ কম্পন তোলে অনুভব জুড়ে একা ভেসে গেছি, কখনো খবর রেখেছে কে তার? ভুলে গেছি তাও- লতানো সবুজে মুগ্ধ কিশোরী উন্মনা চোখে দুরন্ত মেঘে তরঙ্গ তুলে- নিশ্চুপে বলে গাঢ় কোন কথা বিবর্ণ বোধে ব্যাথা দিলে স্মৃতি- বিস্মরণের সাদা নির্মোকে ঢেকে থাকা বুক- অদ্ভুত কোন অনুভবে মাখে খর আকুলতা আলো মুছে গেলে মুখোমুখি একা নিজের সাথেই খেলি লুকোচুরি রাতের পাতায় জেগে ওঠে তারা - বাগানের ঝাড়ে নষ্ট মাধবী ভুলে গেছি সব, বিস্মৃতি স্রোতে ভেসে চলে গেছে কত চেনা নূড়ি এপারে বাতাস-ওপারে ক্রমেই ফিকে হয়ে আসে সিল্যুয়েট ছবি

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।