আমাদের কথা খুঁজে নিন

   

বিস্মরণ

একজন এলেবেলে

ভ্রষ্ট যখন হয়েছি আরো দুদন্ড সত্তাটাকে বিলিয়ে দিতে পারি। কুৎসিত কন্দরে ঠায় দাঁড়িয়ে পৃথিবীকে শোনাতে পারি আমিও নত হতে পারি, নামতে পারে নীচে। জানো বালিকা, মাঝে মাঝে আমারো গৃহত্যাগী হতে ইচ্ছে করে। ভুল লোকেদের ভীড়ে নিরুদ্দেশ হব ছড়িয়ে যাব লোকালয়ে নিছক কোন উৎসাহে এক একটা মোহে জড়াব মোহের মিছিলে আসবে আকাঙ্খিত বিস্মরণ, আমারো একটা তুমি ছিলে। উপেক্ষার আঘাত যখন সইতে হবে সংজ্ঞাহীনতাই শ্রেয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।