আমাদের কথা খুঁজে নিন

   

বিস্মরণ

.

আমার হাত যেদিন শেষবার ধরেছিলে তুমি, ঠিক এই ইউক্যালিপ্টাসের পাশে দাঁড়িয়ে, সেদিন থেকেই একা হাঁটতে শিখেছি। তারপর কোন দু:খ নয়, ব্যাথা নয়, বেদনা নয়; বরং মেঘেরা যখন বিষন্ন স্বরে গুঙ্গিয়ে ওঠে, একা বালুচরে বসে কত রোদকাব্য লিখেছি। না না, ভেবো না অত সহজে পেরেছি, আত্নভোলা কবি আমি হতে পারি নি কখনো; আয়নার ওপাশে অদ্বিতীয় আমিই ছিলাম- আছি আজও। কিন্তু জানো, একসময় দিনগুলো যেন কাটতেই চাইত না, কী যে দু:সহ ছিল রোদের ভেতর তোমাকে খোঁজা...। এই ইউক্যালিপ্টাস জানে কতদিন বসেছিলাম একা, নি:সঙ্গ ফিনিক্সের মতই উড়েছি অর্থহীন দুঃখময়তা আর দুঃখময় অর্থহীনতায় ডুবে-থাকা এ শহরের ভূতুড়ে স্তব্ধতায় একটু ছন্দপতনের খোঁজে। ভবঘুরের মতন শতবর্ষ শব্দশূণ্যতায় ঘুরে মরেছি মিছে ... জেনেছি নৈ:শব্দও কখনো এতটা প্রকট হতে পারে। ************** তারপর অতিথিদের শেষবার ডানা ঝাপটানো পশ্চিমের ঝিলে... ধুলোর স্তর গাঢ়তর হয়ে আসে সে ইউক্যালিপ্টাসের বৃদ্ধ ডালে। বিবর্ন ঝরাপাতাদের দিন শেষ হলে অবশেষে অবারিত জলে ভেসে গেছে প্রাচীণ অশ্রুর ইতিহাস।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।