আমাদের কথা খুঁজে নিন

   

প্রস্তুত শ্মশান !!

আমি এখন আছি তবে থাকবো কিনা জানি না।"কবি'র কবিতা সে তো পাঠকেরই ঋণ।"

এ কী সত্য প্রকাশে সত্য সে তো কঠিন হৃদয় মন্দিরে ভাসে..। মুখে আসে, তবু মুখের বাধা পেরোতে না পারে ভীষন ব্যাথা বুকে, গোপনে বাসা বাঁধে, বেদনা বাড়ে..। কঠিন পাথরের বুকে যেন সুললিত তরল ঝর্ণা ভাসে। সৎ সাহসে, নিবিঢ় প্রেম-ফাগুনে বাঁধি এ সুখঘর,ভালবাসায় বুনে নিয়তি আসে,খেলে যায় খেলা ভেসে যায় অবেলায় বিশ্বাসের ভেলা। তবু বলি আত্মসুখ আহা..কী রূপ , অপরূপ যুগ-জনমের বদ্ধ বাঁধনে হেসে হেসে জ্বলে সন্ধ্যার ধূপ উদার বাতাসে সে ওড়ে আহা..সে কী রূপ , অপরূপ হঠাৎ যেদিন পড়িবে টান ছিড়িবে সে সুতা, প্রস্তুত শ্মশান কেটে যাবে সুর, বিরহে বলিবে সে ,"ছেড়ে দাও ছেড়ে দাও যেতে হবে দুর বহুদুর"। এতদিনের মায়ামোহ দেখ দেখ কায়মনে ইহা স্মরিতেছে, বিলাপে কেহ কেউ কেউ বলে , কীভাবে পারে ভুলে যেতে নুতন যাত্রার রথে ,উঠেই বলে আমি নুতন কেবলি এলাম তোমাদের সেই বিষাধ ধ্বনি নিয়ে সাথে, তোমারাই দিলে আদর-ভালবাসা মনে মন,চোখে রাখলে চোখ মায়ার খেলায় গা ভাসালাম আমি মনচোর করলাম সম্ভোগ এ ভব খোলায়.. তাই আমার কী দোষ ! কেন এত জনরোষ,এতো মহা শোক আমিতো পুতুল এ ঈশারায় টানা পুতুল খেলায়। তারপর ও মানি না, মন তো বুঝে না ভ্রম হয় জানি কেউ কেউ বলে" সত্য সেতো কঠিন " ! সত্য আড়ালে বলে " আমি বাপু সোজা,সরল পথে চলি, তোমরাই তারে জটিল কর,এ আমাকে ভুলি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.