আমাদের কথা খুঁজে নিন

   

কবিতাঃ বিষাদ বনে মেঘমল্লার রাগে নেমে আসে না বৃষ্টি

অন্ধকার; মৃত নাসপাতিটির মতন নীরব'
১ । লাফিয়ে চলা ঘাসফড়িঙের মত প্রেমিকার বিক্ষিপ্ত প্রণয়গীতি দাবানলের বিকীর্ণ তাপে নতুন মোহ-সুরে ছড়িয়ে পড়ে, শেষ বিকালের রোদে সর্ষের হলুদ মাঠের পাশের টেলিগ্রাফের তারে একাকি বসে থাকে ডারউইনের সেই উজ্জ্বল কাল ফিঙ্গে, সূর্যাস্ত আইনের খাজনা প্রদানে কৃষক হয়ে পড়ে দিশেহারা অতপরঃ সাঝের মায়ায় সারস ডানায় চন্দ্রলোক জড়িয়ে পড়লে কষ্টগুলি বাসা বাধতে থাকে এ্যাসট্রের অস্থাবর সম্পত্তিতে আর ডি মেজর স্কেলে ভেসে আসে বেলাবোস-বিষাদ । ২ । নীরজার ‘ঘনপক্ষ্ম চোখের পল্লবে লেগেছে রোগের কালিমা’ ল্যাম্পপোষ্টের উল্টো পাশে যেমন থাকে মহাবৈশ্বিক অন্ধকার, ফিকে হয়ে যায় কর্ণিয়া-বন্দী প্রেমিকার খোঁপার হলুদ গাঁদা ফুল বুকে হেঁটে চলা পাঁচ পাপড়ির স্বর্ণচামেলীর সবুজ পাতা বিদায় ক্ষণে ধারণ করে রৌদ্রে পোড়া পিঙ্গল বর্ণ, নদী গর্ভে ভাঙনে বিলীন হতে থাকে সবুজের সমারোহের বিস্তৃত ফসলি জমি, চড়ুইপাখি ধুলোস্নান শেষে ডাকবাক্সে জমা করে রোদাভার রক্তোত্তাপ, দুঃখবিলাসী সাদা পায়রার খোপে বাসা বাঁধে বিষাদ জোছনা । ৩ । তালপাতার পাখায় ভর করে ভাদ্র মাসেও যে কুকুরের দেহে আসেনি বসন্ত, পাঁজরভাঙা দীর্ঘশ্বাসে তার বয়ে যায় তৃষ্ণার উষ্ণ প্রস্রবণ কন্ঠনিষাদে ক্ষরস্রোতা নদীর নৈশাব্দিক ধ্বংসের বীজ আর ঘামগন্ধে তার শীতল বিষাদের চোরাবালী; বেওয়ারিশ কুকুর নিধনে কর্তৃপক্ষের উদ্যোগে মৃত্যর খুব কাছাকাছি থাকা সে কুকুরের বাঁকা লেজ সোজা হয়ে আসেনা । ৪। কৃষকের গোলা ভরা ধানে পিপড়া আর ইদুর মত্ত হয় শিল্পবিপ্লবে, উঞ্চতা বেড়ে বাতাসের আদ্রতা বিপদসীমা অতিক্রম করে চাদের স্নিগ্ধ আভায় জমে হিম হয় কান্নার শিশির নির্যাস, নিস্তব্ধ রাতের বিষাদ বনে মেঘমল্লার রাগে নেমে আসেনা বৃষ্টি রোদের প্রাচূর্যে ঝলসে ফসিল পাখির ডানায় ধরেছে মরিচা; শীত নিদ্রা যাপনে ব্যস্ত পরিবর্তনশীল উজ্জ্বলতার বিষমতারায়, ধ্রুপদের নিয়ম ভাঙ্গা কাওয়ালী খেয়ালের মত নেই পতনের প্রতিরোধ । এরই মাঝে নক্ষত্র থেকে নক্ষত্রান্তরে, আকাশের বিশালতার মাঝে নর্স ভ্যালকাইরিদের বর্ম থেকে ঠিকরে পড়ে মেরুজ্যোতির আলোকছটা অরোরা বোরিয়ালিস, গাছের সবুজ পাতাগুলো বসন্তের আলোয় রং বদলিয়ে মেতে উঠলে হলুদের দ্যোতনায় বাড়তে থাকে কবিতার ক্ষেত্রফল; বধির রাতে সপ্তর্ষীর অসুয়া প্রশ্নের সমাধান খোঁজে রাতবিলাসী লক্ষ্মী পেঁচা, গত রাতের ঝড়ে মৃত গলিত ব্যাঙের উল্টো লাশের আত্মায় । ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।