আমাদের কথা খুঁজে নিন

   

কিংবদন্তী

ছবি-নেট একজন মানুষ যার বিচিত্র কাজের ধরণ বাসার ঘড়িটা উল্টো করে লটকানো তার ছবিটাও ঠিক তেমনি বড্ড অহংকারী বড় অভিনেতা হয়েও তিনি লোক দেখানো কিছুতে নেই সত্যটা বেড়িয়ে যায় মুখ থেকে যিনি বিশ্বাস করেন ভালবাসার জন্য সবকিছু করা যায় তারপরও তার ভালবাসা নিদরুণ প্রতারণায় বাংলাদেশের সাধারন মানুষ ভালবেসেছিল তাকে তাদের হৃদয় সিংহাসনে তিনি রাজা তার অভিনয় নন্দনে মন্দ চরিত্র হয়ে ওঠে প্রিয় তার ছুড়ে দেয়া ডায়লগে প্রেম হয়ে ওঠে মহান তার কৌতুকে মানুষ হেসে গড়াগড়ি খায় তার অভিব্যাক্তি সবাইকে মগ্ধ করে তাকে ঘিরে শত উৎসুক মানুষের ভীড় তারপরও তিনি একা বড্ড একা তারমৃত্যুর সময় কেউ ছিলনা পাশে ভোরের শিশিরপাতের মতন নিরব মৃত্যুর কামনা ছিল যার তাই হলো অবশেষে। তার মৃত্যু পাষাণের হৃদয়েও তীব্র বেদনার সৃষ্টি করে যিনি ছিল কিংবদন্তীর অভিনেতা যিনি সর্বদাই বিপর্যস্ত মানুষের পাশে দাড়াতেন তার জীবনীটা স্রষ্টা এতই বিষাদের করে আঁকলেন মৃত্যুকালে তিনি একলা হয়েই থাকলেন্ । চরম দুঃখবোধ তাকে মহান করে গড়েছিল একজন ভিলেন তাই মহানায়কের মৃত্যু পেয়েছিল।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।