আমাদের কথা খুঁজে নিন

   

জ্যোৎস্না স্নাত রাত।

সামুর কাছে চির কৃতজ্ঞ ...আমি অবাক নির্বাক হতবাক শতভাগ ...
রাতের নিস্তব্ধতা গলিয়ে দূর থেকে ভেসে আসা শিয়ালের ডাক আর ঝিঁ ঝিঁ পোকার সুরের সাথে জেগে আছে তনিমা । নিদ্রাদেবী যখন পরম মমতায় পৃথিবী টাকে ঘুম পাড়াচ্ছে তখন তনিমার চোখে ঘুম নেই। বিছানায় এপাশ ওপাশ করে আলো-আধাঁরী মাখা ঘর ছেড়ে বারান্দায় এসে দাঁড়ালো। বাহিরে আজ পুর্নিমা । জ্যোৎস্না ভরা রাত ।

চাঁদ যেন তার সব টুকু আলো দিয়ে রাতটাকে মাতাল করেছে। চাঁদের জ্যোতির মাদকতায় রাত যেন আরো মায়াময় হয়েছে , সেজেছে নতুন রুপে। দু`হাত বাড়িয়ে জ্যোৎস্না ধরে মুখে মাখলো তনিমা। আহ্ কি সুখ। আনন্দে শিহরিত হলো দেহ মন।

এই জ্যোৎস্না স্নাত রাতে তনিমার খুব রবীন্দ্র সংগীত গাইতে ইচ্ছা হলো। সাজ্জাদ রবীন্দ্র সংগীত ভিষন পছন্দ করে। এখন যদি কাছে থাকত পাশে বসে গান গাওয়া হতো। তবু আনমনে তনিমা গুন গুন গেয়ে উঠলো .... আজ জোসনা রাতে সবাই গেছে বনে............... শিউলী গাছটার পাশে দাঁড়িয়ে প্রান ভরে নি:শ্বাস নিলো , ফুলের নির্যাসে মাতোয়ারা তনিমা আজ আনন্দের জোয়াড়ে ভাসচ্ছে। বানের জলের মতো বয়ে চলা জীবনের নানা প্রতিকুলতা পেরিয়ে আজ বুঝি সুখ পাখি ধরা দিল।

প্রিয় মানুষটা কাল থেকে চির আপন হবে। ছোট ছোট স্বপ্ন গুলো প্রান পাবে। দুখের সাগরে ভাসমান দুটি মনের বাসনা পুরন হবে কাল। সাজ্জাদের সাথে তনিমার পরিচয় কলেজে ভর্তির প্রথম দিন থেকে। সদ্য গ্রাম থেকে আসা আনাড়ী মেয়েটা যখন মুষল ধারে বৃষ্টির মধ্যে কাক ভেজা হয়ে কলেজ গেটের সামনে দাঁড়িয়ে তখনি বন্ধুত্বের হাত বাড়িয়ে এগিয়ে এসেছিল সাজ্জাদ।

সেই বন্ধুত্ব থেকে ভালো লাগা আর ভাল লাগা থেকে ভালবাসা। নির্মল সুখের ঘর বাধার স্বপ্ন নিয়ে শুরু হয় তাদের পথ চলা । স্বপ্ন বাস্তবায়নের জন্য মামীর সংসারে থাকা তনিমা কে যে কি পরিমান ত্যাগ স্বীকার করতে হয়েছে সেটা এই সুন্দর মুহূর্তে সে মনে করতে চায় না। সাজ্জাদের মতো মানুষ পাশে থাকলে এমন হাজারো কেন, লক্ষ লক্ষ ত্যাগ স্বীকারে বদ্ধ পরিকর তনিমা। অদম্য চাওয়া সাজ্জাদ কে পাওয়ার মাঝে বিলীন হবে জীবনের সকল ক্লেশ।

আজ নিজেকে সুখানুভূতিতে মাতিয়ে রাখতে চায় তনিমা। এমন জ্যোৎস্না রাতে নিজের ভালো লাগা টুকু একান্ত ভাবে উপভোগ করতে চায়। দুরাকাশে চাঁদের পানে মুগ্ধ নয়নে চেয়ে থাকে। সাজ্জাদের জীবন টাকে এমনি আলোকিত করার প্রয়াসে সুন্দর একটা ভোরের প্রতীক্ষায় বসে থাকে তনিমা।
 


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।