আমাদের কথা খুঁজে নিন

   

যুক্তরাজ্যের ৬ই মের নির্বাচনে ৮ জন মুসলিম এমপি নির্বাচিত হয়েছেন

আমি যদি আরব হতাম মদিনারই পথ এই পথে মোর হেটেঁ যেথেন নূরনবী হজরত

যুক্তরাজ্যে গত ৬ই মের নির্বাচনে মুসলিম এম পির সংখ্যা দ্বিগুন হয়েছে। মুসলিম এম পি এখন আটজন। আটজন মুসলিম এম পির মধ্যে তিনজন মহিলা প্রথমবারের মত নির্বাচিত। আমাদের রুশনারা আলী প্রথম বাংলাদেশী বংশদ্ভোত বা বাংালী এমপি। বাকি দুই মুসলিম মহিলা শাবানা মাহমুদ এবং ইয়াসমিন কুরেশি এম পির সাথে তিনিও যুক্তরাজ্যে প্রথম মুসলিম মহিলা এমপি।

লেবার পার্টি থেকে সর্বোচ্চ পাঁচজন মুসলিম এম পি নির্বাচিত হয়েছেন যেখানে সাদিক খাঁনের মত ডাকসাইটে ট্রান্সপোর্ট মন্ত্রী ও রয়েছেন। লেবারের বাকি দুইজন মুসলিম এম পি হলেন খালিদ মাহমুদ এবং আনাছ সরওয়ার। অন্যদিকে লেবারের আরেক মুসলিম মন্ত্রী শাহিদ মালিক পরাজিত হয়েছেন। তাছাড়া প্রথম বারের মত কনজারভেটিভ থেকে ও দুইজন মুসলিম এম পি নির্বাচিত হয়েছেন। তারা হলেন রেহমান চিশতি এবং সাজিদ জাভিদ।

ইরাকী কুর্দ বংশদ্ভোত নাদিম জাহাওয়ি প্রথমবারের মত নির্বাচিত। তবে কনজারভেটিভ ও কম নয়। প্রথমবারের মত একজন এশিয়ান মহিলা প্রিতি প্যাটেল কনজারভেটিভ থেকে এমপি নির্বাচিত হয়েছেন। এবারে সর্বোচ্চ ২৪ জন এশিয়ান ও আফ্রিকান নির্বচিত হয়েছেন। দাদাভাই নওরোজী ১৮৯২ সালে প্রথমবারের মত এমপি নির্বচিত হয়ে যে ধারা তৈরি করে গিয়েছিলেন তা ঠিকমত অনুসরণ করলে এতদিনে যুক্তরাজ্য একজন এশিয়ান বারাক ওবামা পেয়ে যাওয়াটা অস্বাভাবিক ছিলনা।

মুসলমিম জনসংখ্যার সঠিক অনুপাত হিসাব করলে ২০ জন মুসলিম এমপি নির্বাচিত হওয় উচিত ছিল। সেই হিসাবে অন্তত ৫০ জন এশিয়ান ও আফ্রিকান এমপি ব্রিটিশ পার্লামেন্টের চেহারা ও গতি-প্রকৃতি পাল্টে দেওয়ার জন্য যথেষ্ট। আমাদের জীবদ্দশায় একজন ওবামা কে আমরা যুক্তরাজ্যে ও দেখতে চাই। সেই আশাবাদ আমাদের সবার।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.