আমাদের কথা খুঁজে নিন

   

"হরতাল দিলে সফল করতে পারবেন তো?" - রাজশাহীর মহাসমাবেশে কর্মীদের উদ্দেশে বেগম খালেদা জিয়া।



"হরতাল দিলে সফল করতে পারবেন তো?" রাজশাহীর মহাসমাবেশে বলেছেন দেশের বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া। নেত্রীর এই কথাটির ভিতরে যেন হরতাল সফল হোয়া না হোয়ার একটি সংশয় কাজ করছে। আগামী ১৯ শে মের দিকে সকলের চোখ, কি ঘোষনা হয় পল্টনের জনসভা থেকে । আমরা সকলেই জানি হরতাল দেশের অপুরনীয় ক্ষতি করে, একটি হরতালে এটা প্রায় ৪০০ কোটি টাকা, এর পরো কেনো এই হরতাল ডাকা? গনতান্ত্রিক দেশ হিসেবে আমাদের এটা একটি অস্ত্র কোন স্বৈরাচারী সরকারকে পতন করার অথবা খারাপ কোন কিছুর প্রতিবাদ করার। যেটি অনেক বার প্রমানো হয়েছিল।

হ্যাঁ, এটা কিছুটা সত্য যে, বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি একটু নাজুক অবস্থায় আছে। বিভিন্ন মিডিয়াতে চোখ রাখলেই প্রতিদিন দেখা যায় কোথাো না কোথাো খুন/হত্যা করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়গুলোতে সম্প্রতি কিছু মেধাবী ছাত্রকে হত্যা, বিভিন্ন স্থানে মেরে ফেলে রাখা (এটাকে বলা হচ্ছে গুপ্ত হত্যা), সরকারী দলের অংগসংগঠন গুলোর (ছাত্রলীগ, যুবলীগ...) বেপরোয়া হয়ে উঠা ইত্যাদি ইত্যাদি। এর সংঙ্গে যোগ হচ্ছে পানি, বিদ্যুৎ সমস্যা। আমাদেরকে বলা হচ্ছে ধৈর্য ধরতে, কিন্তু আর কত আমরা ধৈর্য ধরবো।

কিন্তু আমাদের কিছু করারো নাই। ঘুরে ফিরে দুটি দল-ই ক্ষমতায় আসবে বারবার। এক্ষেত্রে আমার একটি গল্প মনে পড়ে গেল। গল্পটি হলো- একচোর গ্রামে চুরি করে ধরা পড়েছে। গ্রামের মুরুব্বিগন এর বিচার করছেন।

সবার মতামত শেষে বিচারক চোরের কাছে দুটি প্রস্তাব রাখলেন যে, শাস্তি স্বরুপ অপশনের ভিতরে চারকে একটি বেচে নিতে হবে। অপশন দুটি হলো - ১) হয় চোরকে ১০টি কাচাঁ পেঁয়াজ খতে হবে অথবা ২) ১০ টি জুতা পেটা খেতে হবে। চোর মনে মনে খুশি হয়ে বললো, সে পেয়াঁজ খাবে কারন খাোয়া এটা কোনো শাস্তি হলো আবার? শুরু হলো পেয়াঁজ খাোয়া। সে একটি খাবার পর কাঁদতে কাঁদতে বললো, না আমি আর কাচা পেয়াজ খেতে পারবো না, এর চেয়ে বরং জুতা পেটাই খাবো। ঠিক আছে শুরু হলো জুতা পেটা, একটি জুতা দারা আঘাত খাোয়ার পর সে আবার কাঁদতে কাঁদতে বললো, না পেয়াজ-ই খাবো।

এভাবে একবার পেঁয়াজ আর একবার জুতা পেটা খেতে খেতে তাকে দুটি শাস্তি-ই পেতে হলো। এই গল্পটি থেকে আমরা আমাদের কথা সুন্দর ভাবে খুজে পাই, আমরা মনে একবার মনে করি, আোয়ামীলীগ-ই ভাল, আর একবার মনে করি, না বিএনপি-ই ভাল। এভাবে আমরা পর্যায়ক্রমে দেশের জন্য আমাদের প্রিয় দুটি দলকে নির্বাচন করছি। দু-টি দলই একই কাজ ভাল করে যাচ্ছে, আর তা হলো একে অপরের দোষ তুলে ধরা। কোনো দিন শুনলাম না, একটি কাজের জন্য অপর দল প্রশংসা করছে।

এই হচ্ছে আমাদের রাজনৈতিক সংস্কৃতি। এর কি কোনো শেষ নেই? কথাগুলো বললাম, অনেক দুঃখে কারন আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি সামনে আবার হরতাল হতে পারে। এতে দেশের অর্থনীতি কোথায় যেতে পারে, আমরা জানি না, তবে জানি আমরা কত তলে যাচ্ছি!!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.