আমাদের কথা খুঁজে নিন

   

মেঘপঞ্জিকা - সিনেমাকথন ২৩

মনের জানালায় দাঁড়িয়ে ভাবনাগুলোর মিলিয়ে যাওয়া দেখি। গুচ্ছ গুচ্ছ মেঘ হয়ে, ঐ দূর দিগন্ত পানে...

রাত্রি এখন দ্বিপ্রহর। ঘুম আসছে না। এই মাত্র একটা তুর্কিশ মুভি দেখে উঠলাম। মনটা খারাপ হয়ে গেল দেখা শেষ করে।

মুভিটাতো একটা কারণ বটেই কিন্তু আসল কারণ নিজের জীবনের কিছু ঘটনা। আমাকে স্বস্তিতে থাকতে দিচ্ছে না। থাক সে কথা। মুভির কথা পাড়ি। নাম Issiz Adam বা alone।

"Ada, আমি জীবনে অনেক কিছু সয়েছি। অনেক কিছু অপচয় করেছি। নিজেকে, নিজের জীবনকে, সবকিছু সবকিছু। আমার ভালো হওয়ার উপায় নেই। আমার শিরায় শিরায় আমি একটা ভাইরাস বয়ে বেড়াচ্ছি।

আমি চাইনা কারো জীবনের অংশীদার হতে। এবং এও চাইবোনা কেও আমার জীবনের অংশীদার হোক। আমি এই। আমি এই ছিলাম এবং এই থাকবো। এখানে কোন কারণ নেই, তাই কোন কারণ খুজতে এসোনা।

কিন্তু হায়! যদি থাকতো। হায়! যদি সেই কারণটা খুজে পেতাম এবং বদলে দিতে পারতাম। শুধু তুমি এইটুকু যেন, তুমি ছিলে আমার জীবনে সবচে মূল্যবান একজন। ভুলোনা এই কথা। " - বলছিল মুভির প্রোটাগনিষ্ট Alper।

Ada-র সাথে তার করুণ বিচ্ছেদের সময়টায়। মুভিটার হৃদয়ছোঁয়া একটা গান তুর্কির আধুনিক জীবনধারনায় আবদ্ধ কিছু মানুষের জীবনযাপন, প্রেম, খাবার-দাবার, সম্পর্কের করুণ পরিণতি সব উঠে এসেছে এই মুভিতে। দেখিয়েছে মানুষগুলো এতো আরাম, আভিজাত্য, উন্মাদনার ভেতরে থেকেও কতটা একাকী। দারুণ একটা মুহূর্তে Ada ট্রেইলার IMDB-র রেটিং ৭.১ http://www.imdb.com/title/tt1322930/ দেখতে চাইলে এইখানে ক্লিক করুন ... এই ফাঁকে সম্প্রতি দেখা আরো দুটো মুভির কথা বলে নিই। প্রথমটা হচ্ছে Volver Penélope Cruz এর অস্কার বিজয়ী স্প্যানীশ এই মুভিটির IMDB রেটিং ৭.৭ আমার কাছে Penélope Cruz-এর অভিনয় দুর্দান্ত লেগেছে এই মুভিতে।

কিভাবে সে তার দুঃসহ অতীত বয়ে বেড়িয়ে তার মেয়েকে নিয়ে জীবনের নানা প্রতিঘাতের মুখোমুখি হয় এবং লড়াই করে তাই নিয়ে অসাধারণ একটা মুভি। Volver ট্রেইলার http://www.imdb.com/title/tt0441909/ ... অন্যটা হচ্ছে Mother India নার্গিস এর অভিনয় দেখার জন্য হলেও এই মুভি দেখা উচিত। তৎকালীন ভারতে চাষীদের জীবন সংগ্রাম এবং তাদের নির্যাতিত হওয়ার কিছু চিত্র অসাধারণ ভাবে এই মুভিতে ফুটে উঠেছে। মুভির একটা বিখ্যাত গান IMDB রেটিং ৭.৫ http://www.imdb.com/title/tt0050188/ আমার দেখা ভালোলাগা কিছু মুভির তালিকা আমার দেখা ভালোলাগা কিছু মুভির তালিকা - ২

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।