আমাদের কথা খুঁজে নিন

   

মেঘপঞ্জিকা - সিনেমাকথন ২২

মনের জানালায় দাঁড়িয়ে ভাবনাগুলোর মিলিয়ে যাওয়া দেখি। গুচ্ছ গুচ্ছ মেঘ হয়ে, ঐ দূর দিগন্ত পানে...

IMDB-র একটা রিভিউ থেকে কোট করেই শুরু করি। "Every person I know who had the chance to watch this wonderful movie have cried -especially during the second half.. I applause everyone involved in the production of this magnificent piece of work.. Really brilliant work..." লাইনটা পড়েই হাসি আমার একান ওকান ছুল। যাক ভেঁও ভেঁও করে কেবল আমি একাই কাঁদিনি। এমন কাঁদা আমি আমার মুভি দেখার অভিজ্ঞতায় কোনদিন কাঁদিনি।

নিজেই ভীষণ অবাক হয়ে গিয়েছিলাম। তুর্কিশ এই মুভিটা আমার হৃদয়ের একেবারে খুব সংবেদিত একটা জায়গায় টোকা দিয়েছে। মন্তব্যের বাকী অংশঃ "...No special effects, no superhuman strengths no fantastic landscapes.. Just human and the ordinary feelings. I felt some rush to call my mom and dad just after the movie to be sure that they are OK and to make them know once again that I really care about them...." এই কাজটা (ফোন) আমি নিজেও করে ফেলেছি কেমন করে। "...This movie makes you think deeper on values that make us human and also etches itself irreversibly to your memory by touching the deepest possible regions of your soul.. Highly recommended; a must-see! Do not forget your tissue papers because you probably will not be able to keep your tears from flowing..." টিস্যু নিয়ে বসা নির্ঘাত। আমি এক পর্যায়ে এমন কেঁদেছি যে pause এ দিয়ে উঠে চোখ ধুয়ে আসতে হয়েছে।

IMDB-র এই মন্তব্যটা আমার যা বলার ছিল অনেক ভাল করে অনেক ঘুছিয়ে তার সবটা বলে দিয়েছে। আমার মনে হয়না এর পরে আর কিছু বলা যৌক্তিক হবে। রেটিং টা জানিয়ে দিয়। ১০ এ ৮.৮ http://www.imdb.com/title/tt0476735/ ট্রেইলার: ডাউনলোড লিঙ্কঃ http://stagevu.com/video/lmzzkcbldrho সাবটাইটেলঃ Click This Link (সাবটাইটেল দেখার সহজ উপায়ঃ মুভিটা ডাউনলোড করে সেটার এবং সাবটাইটেলের ফাইল নেইম একি করে নিন) আমার ভালোলাগা কিছু মুভির তালিকা আমার দেখা ভালোলাগা কিছু মুভির তালিকা - ২

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।