আমাদের কথা খুঁজে নিন

   

মেঘপঞ্জিকা - সিনেমাকথন ২১

মনের জানালায় দাঁড়িয়ে ভাবনাগুলোর মিলিয়ে যাওয়া দেখি। গুচ্ছ গুচ্ছ মেঘ হয়ে, ঐ দূর দিগন্ত পানে...

মুভিটার ট্রেইলার দেখে তেমন আশাজাগানিয়া কিছু মনে হচ্ছিলনা। আমার মন বদলালো সেদিন IMDB তে একটা রিভিউ পরে যেটি বলছে এই মুভিটা একটা মাস্টারপীস এবং সর্বকালের সর্বসেরা বলিউড মুভি হবার দাবী রাখে। ভ্রু কিঞ্চিত কুচঁকালেও এই জানি হতেও পারে, হাজার হোক আমির খানের মুভি। আর পরিচালকও তার কীর্তিকলাপ আগেই দেখিয়েছে।

হন্যি হয়ে নেমে পরলাম মুভির লিঙ্ক বের করার জন্য। পেয়েও গেলাম। বছর শেষের বড়দিন আর নতুন বছরের ছুটির আমেজ হৃদয় আকাশে ছড়িয়ে দেওয়ার জন্য আমার বিশ্বাস এর চাইতে হৃদয়ছোঁয়া, সর্ব গুণে গুণান্বিত আর কিছু ভালো বাহন হতে পারতো না। আমির খানের ভক্ত অনেক আগে থেকেই। জানা কথা তার মুভি ভালো না লেগে যায় না।

কিন্তু মুভিটি কি সর্বকালের সেরা হওয়ার দাবী রাখে? মুভিটা শেষ করে এখন মনে হচ্ছে কথা সেটা নয়, এর আগে এমন কোন্‌ মুভি এমন করে এমন কিছু সমস্যার কথা কবে বলেছে এবং তার সমাধানও দিয়েছে যে সমস্যাটা আবার নিজেদের জীবনের ভেতর দিয়েই হাড়ে হাড়ে ঠের পেয়েছি। যে সমস্যাটার কথা বলছি সে হচ্ছে আমাদের শিক্ষা পদ্ধতি। শব্দটা 'আমাদের' কারণ এই সমস্যাটা আমাদেরও। যে শিক্ষা পদ্ধতি ভালো মানুষ হওয়ার পরিবর্তে ভালো মার্কস, পরীক্ষায় প্রথম আর ভালো চাকরী পাওয়াকেই বেশী প্রমোট করে এই মুভি সেই সমস্যাকেই ব্যঙ্গ করেছে শুধু তাই নয় এও বাতলে দিয়েছে সঠিক শিক্ষাপদ্ধতি কিভাবে হওয়া উচিত। একটা দৃশ্যের কথা বলি।

আমিরখান ও তার বন্ধুরা ক্লাসে গিয়েছে। প্রফেসর বোর্ডে "Machine" শব্দটা লিখে আমিরখানকে প্রশ্ন করে শব্দটার মানে বলতে। আমির Machine এর বৈজ্ঞানিক সংঙ্গায় না যেয়ে Machine এর সব দিক কাভার করে এমন কিছু নিজের ভাষায় প্রফেসর কে বুঝিয়ে বলে। প্রফেসর শুনে বলে কিছু হয়নি। এসব পরীক্ষার খাতায় লিখলে সে শূণ্য পাবে।

আরেকজনকে জিজ্ঞেস করে শব্দটার মানে বলতে। সে ঠিক ঠিক বইয়ের ভাষায় সব কিছু উগলে দেয় এবং প্রফেসর শুনে তারিফ করে বলে এসব লিখলে সে শতে শ' পাবে। আমির প্রফেসরের সাথে তর্কে মেতে উঠে এই বলে যে সেও তো একি কথাগুলো বলেছে কিন্তু তার নিজের মত করে। তর্কে না পেরে প্রফেসর তাকে ক্লাস থেকে বেরিয়ে যেতে বলে। আমির বেরিয়ে যেতে যেতে ফিরে আসে।

প্রফেসর তার দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকাতেই সে বৈজ্ঞানিক ভাষায় বেশ কিছু উগলে দিয়ে যখন দেখে যে প্রফেসর এর মুখ হাঁ তখন সে বলে যে, বই, সে এতক্ষণ বইয়ের সংঙ্গা দিচ্ছিল। সে ফেলে গিয়েছে তাই তার বইগুলো নিতে এসেছে। প্রফেসর হুঁশ ফিরে পেয়ে বললো, বই কথাটা স্বাভাবিক ভাবেওতো বলা যেত এমন লম্বা চওড়া সংঙ্গা দেওয়ার মানে কি। উত্তরে আমির বলে যে এর আগেও তো সে "Machine" শব্দের উত্তরে তাই বলছিল। শুনে প্রফেসরের মুখে আর রা নেই।

একটা বিষয় আমাকে রিভিউটা পড়ার পর থেকেই আন্দোলিত করছিল সেটি হচ্ছে এই একি বিষয়ের উপর রবীন্দ্রনাথ প্রায় শতবছর আগে একি কথাগুলো বলছিলেন বিশ্বভারতীর মঞ্চে। সঠিক শিক্ষাপদ্ধতি কিরকম হওয়া উচিত। কদিন থেকেই রবিঠাকুরের বিশ্বভারতীর উপর লিখিত প্রবন্ধটা পড়ছিলাম। আজ থেকে শতবছর আগে রবিঠাকুর যে সমস্যাটা অনুভব করেছিলেন, যার সমাধানের জন্য তিনি বিশ্বভারতীর প্রতিষ্ঠা করেছিলেন সেই সমস্যাটা এখনো কেন আমাদের জীবনে বিদ্যমান। শুধু রবিঠাকুর না আরো অনেক মনীষীই তো নানা সময়েই এর প্রতিবাদ করেছিলেন, শিক্ষা পদ্ধতি কিরকম হওয়া উচিত তার উপায় বাতলে দিয়েছিলেন কিন্তু যে কোন কারণেই হোক প্রজন্ম থেকে প্রজন্ম ধরে আমাদের মাঝে এই সমস্যার কোন সমাধান হচ্ছে না।

এই যে মুভিটা এই সমস্যাটা নিয়ে ভাবতে অনুপ্রেরণা যোগাচ্ছে, এত্তো সুন্দর করে বিষয়গুলো তুলে ধরেছে, তার সমাধানের উপায়ও দেখিয়ে দিচ্ছে শুধু সে কারণগুলোর জন্যই যদি এটা সর্বকালের সেরা বলিউড মুভি দাবী করা হয় তাহলেও আমার কিছু আপত্তি করার থাকতো না। কিন্তু শুধু তাই নয় কি নেই এই মুভিতে- শ্রুতিমধুর গান আছে, কৌতুক আছে, ব্যঙ্গ আছে, প্রেম আছে, হৃদয়ছোঁয়া সংলাপ আর সর্বোপরি আছে মানুষের মনে দাগ কেটে যাওয়ার মতো অভিনয়। আমির খানের অভিনয় দেখে মনে হচ্ছিল না যে সে এই পৃথিবীর কেও। আমার নিজের মতে এটি আমির খানের সর্বশ্রেষ্ঠ মুভি। পরিচালকেরও।

সর্বকালের সেরা মুভি কিনা সেটি সময়ই বলে দিবে তবে আমার নিজের মত হচ্ছে ১০ এ ১০ বা এমন কিছু রেটিং দিয়ে এই মুভিকে বাধা সম্ভব না। এ মুভি তার চাইতেও অনেক উচুঁ স্থান দাবী রাখে। যাদের আমার উপরের কথাগুলো মুভিটি দেখার জন্য বিন্দুমাত্র আলোড়ন তোলেনি তাদের জন্য কিছু রিভিউ-র শিরোনাম কোট করছিঃ "Aal izz very, very, very, very, very Well" "3 idiots is a masterpiece and easily one of the greatest Bollywood movies of all time" "Aamir has yet again chased excellence & success follows him !" "easily the best Indian movie in 2009.... and one of the best ever" "Best Movie of 2009! Aamir Khan reigns Supreme!!" "This Christmas & New Year, go gift yourselves - watch this phenomena (Not for Professors) !," "Simply Awesome!! You gotta watch it to believe it!" "More than just a movie!!!!" "One of the best movies ever made in the history of Indian cinema" "Masterpiece made by "idiots" প্রিমিয়ার লিঙ্কঃ ট্রেইলারঃ মুভি দেখার লিঙ্কঃ http://geofunz.com/267-3-idiots.html IMDB লিঙ্কঃ http://www.imdb.com/title/tt1187043/ আমার দেখা ভালোলাগা কিছু মুভির তালিকা

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।