আমাদের কথা খুঁজে নিন

   

মেঘপঞ্জিকা - সিনেমাকথন ১৪

মনের জানালায় দাঁড়িয়ে ভাবনাগুলোর মিলিয়ে যাওয়া দেখি। গুচ্ছ গুচ্ছ মেঘ হয়ে, ঐ দূর দিগন্ত পানে...

অযান্ত্রিকের প্রতিটা দৃশ্য দেখতে দেখতে এতোটাই অভিভূত হচ্ছিলাম যে এক একটা দৃশ্য দেখি আর ভাবি এই একটা সীন নিয়ে কত কথায় না বলা যায়। দেখে উঠে এখন ভাবনায় পরে গিয়েছি। ঠিক কোন একটা শব্দে এই সিনেমার মহিমা প্রকাশ করা যায় আমি বুঝে উঠতে পারছিনা। এ আমি নির্দ্বিধায় বলতে পারি "অযান্ত্রিক" না দেখলে আমার সিনেমা দেখা অসম্পূর্ণই থেকে যেত।

এমন অসাধারণ সিনেমা খুব কম-ই দেখেছি। সত্যজিৎ রায়ের "অভিযান" ছবির পেছনে ধারণা করা হয় এই সিনেমার প্রেরণা রয়েছে। এই মাত্র উইকিপিডিয়া থেকে জানলাম রবার্ট ডি নিরো অভিনীত "ট্যাক্সি ড্রাইভার" মুভিতেও এই মুভির ছায়া রয়েছে। http://en.wikipedia.org/wiki/Ajantrik ওস্তাদ আলী আকবর খানের সুরে আর ঋত্বিক ঘটকের পরিচালনায় অনেকদিন মনে রাখবার মতো একটা মুভি। একটা জিনিস খেয়াল করলাম এই মুভি দেখতে দেখতে।

সে হচ্ছে সাঁওতাল দের (ঠিক সাঁওতাল কিনা বলতে পারছিনা। গারোও হতে পারে। যাই হোক আমি সাঁওতাল-ই ধরে নিচ্ছি) জীবন যাপন সম্পর্কে বাঙ্গালী লেখক পরিচালক চিত্রকরদের কৌতুহল। শিল্পাচার্য জয়নুল আবেদীনের সাঁওতাল নারী চিত্রকর্মটি মানষ্পটে ভেসে উঠছিল এই মুভির সাঁওতালদের দেখতে দেখতে। রবীন্দ্রনাথের একটা রচনায় সাঁওতাল রমণীদের সম্পর্কে পড়েছিলাম মনে পরে।

তারা যে কত কর্মঠ সে উল্লেখ করে তাদের শরীরের গঠন নিয়ে প্রশংসা করছিলেন। এছাড়া সুনীল গাঙ্গুলীর অরণ্যের দিনরাত্রি (সত্যজিৎ রায় যেটি মুভি বানিয়েছিলেন)-তেও এই সাঁওতালদের জীবন যাপন তুলে ধরা হয়েছে। এদের সম্পর্কে জানার আগ্রহ বোধ করছি। IMDB তে রেটিং দেখে হতাশ হয়েছি। আমি ৮ এর উপরে আশা করছিলাম।

দেখি ৬.৯। যাই হোক এই মুভি সম্পর্কে ঘুটিকয়েক প্রেস কমেন্টস পড়া যাক। The young director of this picture gives the Indian cinema a lead which, is followed, will give our films unusual depth and scope... The Stateman, Kolkata Bengal has produced another picture that is sure to add the stature of the Indian Film Industry Cine Advance, Kolkata A milestone in the history of the Indian Cinema.. The Screen, Mumbai The film has no precedent in the thirty or fourty years of film-making in India..Ajantrik is a gift to the nation.. Cine Advance, Kolkata ... আরেকটা মুভি দেখেছিলাম সকালে। নাম Ali Zaoua। মরক্কোর।

রাস্তার ছেলেদের জীবন নিয়ে অসাধারণ একটা মুভি। রেটিং ৭.৪। http://www.imdb.com/title/tt0260688/ আমার দেখা ভালোলাগা কিছু মুভির তালিকা

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।