আমাদের কথা খুঁজে নিন

   

মেঘপঞ্জিকা - সিনেমাকথন ১৩

মনের জানালায় দাঁড়িয়ে ভাবনাগুলোর মিলিয়ে যাওয়া দেখি। গুচ্ছ গুচ্ছ মেঘ হয়ে, ঐ দূর দিগন্ত পানে...
ব্লগে বেশ কজনের পোষ্ট এবং মন্তব্য থেকে এই মুভিটার তারিফ এবং কাহিনী পড়ে ডাউনলোড করে দেখতে বসে গেলাম সেদিন। প্রথমেই যে ভুলটা ভাঙ্গলো সেটা হলো, কাহিনীটা মোটেও "অসম প্রেমের" নয়। এবং দ্বিতীয়টি হচ্ছে পরিবার পরিজন নিয়ে দেখার মতোতো নয়-ই । এটি মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার ইটালীর সিসিলিতে "মেলিনা"-র (মুভির প্রোটাগনিষ্ট) একা একা জীবন যাপনের সংগ্রাম, যার অসাধারণ রুপ তার স্বাভাবিক চলাফেরায় বিঘ্ন ঘটায়, এবং এক বালকের "মেলিনা" কে ঘিরে হরেক রকমের ফ্যান্টাসী কে ঘিড়েই রচিত। যুদ্ধের সময়কার প্রতিকুল পরিস্থিতে স্বামী এবং বাবাকে হারিয়ে মেলিনার বেঁচে থাকার সংগ্রাম মনিকা বেলুচি অসাধারণ ভাবে ফুটিয়ে তুলেছে। এটি আমার দেখা মনিকা বেলুচির প্রথম মুভি। এবং এই একটা দেখেই তার ভক্ত হয়ে গেলাম। দুটো আকাডেমী এয়ার্ডসের জন্য নমিনেশন পাওয়া এই মুভির রেটিং ১০ এ ৭.৪ http://www.imdb.com/title/tt0213847/ আমার দেখা ভালোলাগা কিছু মুভির তালিকা
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।