আমাদের কথা খুঁজে নিন

   

মেঘপঞ্জিকা - সিনেমাকথন ১৮

মনের জানালায় দাঁড়িয়ে ভাবনাগুলোর মিলিয়ে যাওয়া দেখি। গুচ্ছ গুচ্ছ মেঘ হয়ে, ঐ দূর দিগন্ত পানে...

সানডেতে IFC চ্যানেলে বেশ ভালো কিছু বিদেশী মুভি দেখায়। সেই ভেবেই চ্যানেল ঘুরিয়ে সে চ্যানেলে যেতেই দেখি একটা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। ইস্রায়েলী মুভি। নাম Close to home।

দেখতে লেগে গেলাম। ইস্রায়েলীদের বাধ্যতামূলক কিছুটা সময় তাদের আর্মিতে কর্তব্য করতে হয়। এমনি বাধ্যতামূলক কর্তব্য পালনরত দুজন ইস্রায়েলী তরুণীকে ঘিরেই এই মুভি। আর্মিতে তাদের দুজনের একসাথে টহল দেয়া, ফিলিস্তিনীদের আই.ডি চেক করে নোটবুকে টুকে রাখা পর্যন্তই তাদের প্রধান কাজ। তাদের কমান্ডার যখন তাদের প্রথমবারের মত কাজ বুঝিয়ে দিচ্ছিল তখন তাদের এই বলে সাবধান করে যে টহল দেয়ার সময় ঢিলেমী সহ্য করা হবে না এবং তাঁদের উপর নজর রাখা হবে তারা কেমন টহল দিচ্ছে চেক করার জন্য।

এও বলে যে কোথাও দাঁড়ানো যাবে না, সিগারেটি ফুঁকা যাবে না, সেল ফোনে কথা বলা যাবে না। কিন্তু এই বাধ্যতামূলক কর্তব্যে পালনে অনিচ্ছুক দুজন এবং তাদের মত আরো অনেকেই ধীরে ধীরেই এর সব কিছু করে। টহল দেওয়ার সাথে সাথে তাদের নিজেদের ব্যক্তিগত জীবনের নানা দিকও উঠে আসে। মাঝে দুজনের সম্পর্কে ফাটল ধরে আবার সে ফাটল জোড়াও লাগে। ইস্রায়েলীদের প্রাত্যহিক জীবনের উপর ভিত্তি করে ২০০৫ সালে নির্মিত এই মুভিতে সুইসাড বোম্বার দের প্রতিরোধের ছবিই এই দুই তরুণী সৈনিকের টহল কালীন সময়ে ফুটে উঠেছে।

অবশ্য সাথে ফিলিস্তীনিদের নানান ভাবে নাজেহাল করার ছবিও আছে এতে। সব মিলিয়ে মুভিটি আমার কাছে ভালো লেগেছে। IMBD-র রেটিং ৬.৯/১০। মুভি ট্রেইলার ইউটিউব থেকে পুরো মুভিটি দেখতে পারেন। http://www.youtube.com/watch?v=hXk25-qSTmc আমার দেখা ভালোলাগা কিছু মুভির তালিকা


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।