আমাদের কথা খুঁজে নিন

   

কে শোনে কার কথা ?



ক্ষমতায় যাওয়ার পূর্ব মূহুর্ত্ত পর্য্যন্ত এদের মত জনদরদী আর কেউ নেই আর ক্ষমতায় যাওয়ার পর পরই এরা চলে যায় জনগণ থেকে যোজন যোজন দুরে। এরা ইউ পি মেম্বার থেকে শুরু করে জাতীয় সংসদ সদস্য। ক্ষমতায় গিয়ে এরা পা টিপে চলে লুটেরা ধনিক শ্রেণীর। তাদের মনোরঞ্জনার্থে এরা প্রতি পলে পলে ক্ষমতার অপব্যবহার করে। ভুলে যায় নির্দিষ্ট মেয়াদের পর আবার সেই জনগণের দুয়ারেই আঁচল পেতে ভোট ভিক্ষা চাইতে হবে।

আজ এরা দুর্নীতি দমন কমিশনকে যেভাবে কাগুজে বাঘে রূপান্তরিত করার জন্য উঠেপড়ে লেগেছে, তারা একবারও ভাবছে না অদূর ভবিষ্যতেই তাদের ভোটাররাই তাদের গলা টিপে ধরবে। দুর্নীতি করে যে কেউই পার পায় না, তা কিন্তু বিগত তত্ত্বাবধায়ক সরকার দেখিয়ে গেছে। একথা এত তাড়াতাড়ি যারা ভুলে যায়, তাদের নেতা হওয়া দুরে থাক, কারো বাড়ির চাকর হবার মতও বিন্দুমাত্র যোগ্যতা এদের থাকতে পারে না। আর এদেশবাসীর কি সৌভাগ্য, বারবার তাদের এসকল অপরিণামদর্শী নেতাদের সংসদে দেখতে হচ্ছে। সত্যি সেলুকাস ‍! কি বিচিত্র এই দেশ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।