আমাদের কথা খুঁজে নিন

   

ধন্যবাদ আরিল, ধন্যবাদ বিবিএ : আসুন এই বাগানে ফুল ফোঁটাই

অতীত খুড়ি, খুঁজে ফিরি স্বজাতির গুলিবিদ্ধ করোটি

সামহোয়ার ইন কর্তৃপক্ষ যখন এর আগে মডারেশনের জন্য মতামত চেয়েছিল, আমি ছিলাম তার চরম বিপক্ষে । একটা কারণ ছিল ব্লগারদের মধ্যে থেকে মডারেটর বেছে নিতে চেয়েছিলেন তারা। আমার আপত্তি ছিল এখানেই। যার সঙ্গে আমার চরম দ্বন্দ্ব, সে যদি আমার বিরুদ্ধে লাঠি হাতে নামে, বিপন্ন ভাবতেই পারি নিজেকে। মডারেশন সামহোয়ার চালু করেছে, তারা ব্লগার নয়, তারা কনটেন্ট দেখে, নিক দেখে না।

আমি আমার সিদ্ধান্ত বদলে তাদের প্রাণঢালা অভিনন্দন জানাই। মোটামুটি জনপ্রিয় হওয়ার পরও আমাকে ব্যান হতে হয়েছিল। অপরাধ ছিল বৈকি। তবে নবিজীর কার্টুন ভুল করে প্রোফাইলে সংযোজনের অপরাধে নয়, আমাকে ব্যান করা হয়েছিল মাল্টিপল নিক অ্যাবিউজের কারণে। ব্যানমুক্তির পর আমি আমার অমি রহমান পিয়াল নিকেই লিখছি।

অঃরঃপিঃ এবং অমনিবাস নিকের মৃত্যু হয়েছে। এনিয়ে কি কোনো আফসোস আছে আমার? নেই। কারণ যে উপলক্ষে নিক দুটোর জন্ম, সেই আগাছা সাফ করেছে সামহোয়ার ইন কর্তৃপক্ষ। স্বাধীনতার অর্জন এবং এদেশের বীর মুক্তিযোদ্ধাদের হেয় করে রাষ্ট্রদ্রোহী পোস্ট দিতেন একদল, তাদের যুক্তি দিয়ে যখন বোঝানো গেল না, তখনই গালাগালির সূত্রপাত। আমরা সামহোয়ারে লিখতে এসেছি, আমাদের দিনপঞ্জি, ভালো-লাগা খারাপ লাগা অনুভূতি।

আমরা মিথষ্ক্রিয়ায় যেতে চাই অজানা অচেনাদের সঙ্গে। সমব্যথী হতে যায় দুঃখীর, আনন্দিত হতে চাই কারো সাফল্যে। এই জায়গাটাতেই বাগড়া দিচ্ছিল তারা সামহোয়ার এখন চরম সাম্প্র্রদায়িক ও মানসিক বিকারগ্রস্থ কিছু অসুস্থ্য ব্লগারের কাছ থেকে মুক্তি পেয়েছে। ফিরে এসেছে সেই আগেকার সুন্দর পরিবেশ। এজন্য সামহোয়ার কর্তৃপক্ষকে পরানের গহিন থেকে জানাই শুভেচ্ছা।

মডারেটর দল ঝুঁকি নিয়েও কারো হুমকিতে কান না দিয়ে ঠিকমতো করে গেছেন তাদের কাজ, এজন্য তাদেরকেও শুভেচ্ছা। ঠোঁটকাটা ব্লগার নামে একজন আমাদের সোশাল ব্লগিংয়ের পাঠ দিচ্ছেন, তাকে ধন্যবাদ। অনেক কিছু আগে জানতাম না, বুঝতাম না, মানতাম না। এখন চেষ্টা করছি। তারা কি নেই? অবশ্যই আছে।

স্বনামে না হলেও বেনামে আছে। আগের মতোই অপতৎপরতা চালাতে চাইছে। উস্কানিমূলক পোস্ট পড়ছে, নিজেদের পাপে ধরণে অন্য ব্লগারদের শাস্তি দিতে ফাঁদ পাতছে। এখন আরিল কার্টুনিস্ট আরিফের মুক্তি চেয়েছে বলে তার মুক্তমনও প্রশ্নবিদ্ধ। সে পক্ষপাতের দোষে দুষ্ট।

ফ্রিডম অব স্পিচ এবং তার অপব্যবহার দুটো ভিন্ন জিনিস। একটা মঞ্চে আপনার হাতে মাইক দিলেই আপনি যা-তা বলতে পারেন না। স্বাধীনতার বিপক্ষ শক্তির নগ্ন পক্ষপাত করে রাষ্ট্রদ্রোহি পোস্ট দিতে পারেন না। হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ও মুসলমানদের নিয়ে আমাদের এই বাংলাদেশের মধ্যে সাম্প্র্রদায়িক উস্কানি দিতে পারেন না। দিলে ব্যান হবেন।

আমরা চাইব না এসব বিতর্কিত পোস্ট দিয়ে কেউ সামহোয়ারের সম্মানহানি করুক। কারণ তখন এর প্রতিবাদ করতে ব্লগাররা হিতাহিত জ্ঞান হারিয়ে প্রতিক্রিয়া জানান। তখনই শুরু গালিবাজির। আমরা গালি দিতে চাই না। ধন্যবাদ আরিলকে, আমাদের জন্য সে উপলক্ষ তৈরির সুযোগ আর দিচ্ছেন না বলে।

এখন ব্লগ অনেক শান্ত। যারা ব্যান হয়েছেন তারা চিরকাল ব্যান থাকবেন না। কিন্তু ফিরে এসে আগের রাস্তায় হাঁটবেন না প্লিজ। সোশাল ব্লগিং কি বোঝার চেষ্টা করুন। সামহোয়ার ইনকে বিশ্ব মঞ্চে বাংলাদেশের দারুণ একটি বিজ্ঞাপন হিসেবে দেখাতে চাই আমরা।

আমি নিজেও আগে অপরাধ করেছি, বাজে পোস্ট দিয়েছি। ব্যক্তি আক্রমণ করেছি, গালি দিয়েছি। সেগুলোর জন্য করজোরে ক্ষমা চাইছি। প্রতিশ্রুতি দিচ্ছি ভবিষ্যতে সেগুলো না করার। একই সঙ্গে চাইব সামহোয়ারের বিবিএ দল সতর্কতার সঙ্গে আগাছা পরিষ্কারের কাজটি চালিয়ে যান।

অভিযোগ দিলেই শাস্তি ব্যাপারটা এমন নয়, তবে অভিযোগ প্রমাণিত হলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিন। অনেকে বলেন এতে সামহোয়ারের হিট কমবে। কেন কমবে? আরো কিছু উগ্র সাম্প্র্রদায়িক মৌলবাদী তাদের প্রিয় লেখকদের পোস্ট পাবেন না বলে সাইটে ঢুকবেন না? সো বি ইট। কেন কমবে? মুক্তিযুদ্ধের বিরোধীরা তাদের মন মতো লেখা পাবেন না তাই? সো বি ইট। আমরা তাদের বাদ দিয়েও বাঁচতে পারব।

সামহোয়ারের বর্তমান পরিবেশ ব্লগিংয়ের জন্য আদর্শ পরিবেশ। অনেক ব্লগার আবার ফিরেছেন, লিখছেন। আরো অনেকেই আসবেন। আরিলকে অনুরোধ, ধারাটা বজায় রাখুন। আপনাদের নীতিমালা ভাঙার জন্য যদি আমিও অভিযুক্ত হই, তাহলে মাথা পেতে নেব সে শাস্তি।

কিন্তু কারো হুমকিতে মাথা নত না করে, একটি সুন্দর প্লাটফর্মকে পরিচ্ছন্ন রাখার অঙ্গীকারে আন্তরিক থাকুন। আমরা জান দিয়ে আপনাকে সাহায্য করব। হ্যাপি ব্লগিং।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.