আমাদের কথা খুঁজে নিন

   

ছাত্ররাজনীতি কি নিষিদ্ধ হওয়া উচিত নয়



বিশ্ববিদ্যালয়ে ছাত্রহত্যার মতো জঘন্য ঘটনা প্রায় অহরহ ঘটছে। এর পেছনে প্রধানত এবং একমাত্র কারণ হচ্ছে ছাত্র রাজনীতি। শিবির হত্যার করছে ছাত্রলীগ অথবা ছাত্রদলের ছেলেদের, ছাত্রলীগ হত্যা করছে ছাত্রদল অথবা শিবিরের ছেলেদের। অনুরূপভাবে ছাত্রদলের ছেলেরা হত্যার করছে ছাত্রলীগ অথবা শিবিরের ছেলেদের। কিন্তু এদেশের মেধাবী ছেলেরা হারিয়ে যাচ্ছে এই সব নোংরা রাজনীতি এবং বস্তাপঁচা আদর্শগত দ্বন্দ্বের কারণেই।

অথচ আমরা যারা খেটেখাওয়া সাধারণ মানুষ তারাই কেবল জানি, একটি ছেলে অথবা মেয়েকে কলেজ, ইউনিভার্সিটিতে পাঠাতে হলো একজন বাবা-মাকে কতটুকু কাঠখড় পোড়াতে হয়। অন্ততপক্ষে এই তৃতীয় বিশ্বের দেশে, যেখানে আশিভাগ মানুষ দারিদ্রসীমার নিচে বসবাস করে। আমরা এইসব রাজনৈতিক হানাহানি অচিরেই বন্ধ দেখতে চাই। এ ব্যাপারে রাজনৈতিক দলগুলোর শুভবুদ্ধির উদয় হবে বলে আমাদের বিশ্বাস। আমরা রাজনৈতিক হানাহানির কারণে আর কোনো মেধাবী ছেলেকে হারাতে চাই না।

প্রিয় পাঠক, আপনিও কি মনে করেন না, অন্ততপক্ষে বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের এই দেশে ‘ছাত্ররাজনীতি নিষিদ্ধ হওয়া উচিত’।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.