আমাদের কথা খুঁজে নিন

   

ছাত্ররাজনীতি ? নাকি ছাত্রধান্ধাবাজি ?

ডাক্তার মানুষ, অনেক ব্যস্ত


আমি নিজে সক্রিয়ভাবে ছাত্ররাজনীতিতে যুক্ত। একটু বাম ঘরানা হবার কারণে বিভিন্ন রাজনৈতিক দলকে এক কাতারে ফেলে দেখার সুযোগ হয়েছে।

কিন্তু সত্যি বলতে বিভিন্ন দেশে যখন দেখি বড় বড় গঠনমূলক আন্দোলনগুলো পরিচালিত হয় তরুন ছাত্রদের দ্বারা, এদেশে তার কিছুই হয় না। সর্বশেষ সংযোজন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঘটনা। যে ঘটনা সবার অংশগ্রহনে আলোচনার মাধ্যমে সুন্দরভাবে সমাধান করা যেত, তাকে অকারণেই রক্তাক্ত করা হল।



এদেশের ছাত্ররাজনীতি এখন এমন হয়ে গেছে যে ভালোকে ভালো আর খারাপকে খারাপ বললে আপনি মার খাবেন, সরকারের গঠনমূলক সমালোচনা করলে জেলে যাবেন। নীতিকথা আওড়ালে জঙ্গী-আতেল ঠাওরাবে,
আর আপনি নিরপেক্ষ থাকবেন ? -- তাহলে সবার কাছ থেকেই আদর পাবার সমূহ সম্ভাবনা আছে...

১৯৫২ এর ভাষা আন্দোলন, ১৯৬৯ এর গণঅভ্যুত্থান, ১৯৭১ এর মহান স্বাধীনতা যুদ্ধ, ১৯৯০ এর স্বৈরাচারবিরোধী আন্দোলনে ছাত্রদের মহান ভূমিকার কথা না বললেই নয়। কিন্তু সেই গৌরব আমরা জলাঞ্জলি দিয়ে দিয়েছি। আজ ছাত্ররাজনীতি বললে আজ সবাই বোঝে ধান্ধাবাজির চূড়ান্ত। সেই মেধাবী মুখগুলো আজ আর নেই, আছে "বাবার বয়সী" ছাত্রের সমাহার, টেন্ডারবাজি, হল দখল, ছাত্রীলাঞ্ছনা, মদ-গাজার আসর ইত্যাদি ইত্যাদি আরও অনেক কিছু।



কিন্তু, আমরা যারা সচেতন, যারা দেশটাকে নিয়ে ভাবি, যারা মনে করি এদেশটাকে আমাদের অনেক কিছু দেয়ার আছে --- তারা এগিয়ে আসতে চাইলেই তাদের কপালে জুটছে নির্যাতন, অপমান, হলছাড়া করা, মিথ্যা অভিযোগসহ আরও অনেক কিছু......

তাহলে আর কতদিন এই "নব্য রাজাকারদের" কাছে দেশটা আটকা থাকবে ???

We Want Answers You Dumb Politicians !! We Don't Want To Be Your Dolls Anymore !!!


ছবি সৌজন্যঃ দৈনিক প্রথম আলো
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.