আমাদের কথা খুঁজে নিন

   

ভন্ড পীর আমজাদ কাহিনী: ছবির পোজ দেয়া দৃশ্যটি ছিলো প্রথম আলুর সাংবাদিকের সাজানো কাহিনী ...

যেমন ঢাঁকের বাড়ি তেমনি নাচুনে বুড়ি.....

সংবাদপত্রে ছবিসহ প্রতিবেদন প্রচার করলে আমজাদ হোসেনের পসার হবে এমন লোভ দেখিয়ে ছবি তুলেছিলেন প্রথম আলোর ফটোসাংবাদিক কবির হোসেন। ভণ্ডপীর আমজাদ হোসেন ও কবিরের বাড়ি সিরাজদিখানে বালুরচর ইউনিয়নের পাশাপাশি গ্রামে হওয়ায় তার কথা বিশ্বাস করেছিলেন আমজাদ ও তার কমিটির সদস্যরা ছবিটি তুলতে দেয়। ১২ এপ্রিল প্রথম আলোয় প্রকাশিত ছবিতে দেখা যায়, আড়াই মাসের শিশু দীপা ও নীপাকে পা ধরে ঘুড়াচ্ছেন ভণ্ডপীর আমজাদ হোসেন। গতকাল বিকেলে বালুরচর ইউনিয়নের নয়াগাঁও গ্রামে গিয়ে কথা হয় দিপা ও নীপার নানী বাসনা রানী বিশ্বাসের সঙ্গে। ছবি তোলার সময় তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

সাংবাদিকের কথামতোই ছবি তোলা হয় বলে তিনি দাবি করেছেন। ভণ্ডপীর আমজাদের প্রতিবেশী জরিনা বেগম বলেন, সাংবাদিকদের অনুরোধেই ছবিগুলোতে আমজাদ পোজ দিয়েছে। এছাড়া গ্রামের লোকজন ও স্থানীয় সাংবাদিকরা জানিয়েছেন, আধ্যাত্মিক চিকিৎসার পসার হবে এমন প্রলোভন দেখানোর ফলে নির্যাতনের মাধ্যমে চিকিৎসার ছবি তুলতে দেয়া হয়েছে। স্থানীয়রা দাবি করেছেন, সাংবাদিকদের কথামতো ছবির পোজ দিলেও ভণ্ডপীর আমজাদ চিকিৎসার নামে মাঝেমধ্যে মারধর করত। প্রথম আলোর ফটোসাংবাদিক কবির হোসেন বলেছেন, ভণ্ডপীর প্রথমে ছবি তুলতে বাধা দেয়।

এ কারণে ৩ দিন সময় ব্যয় করে নানা কৌশলে ছবি তোলা হয়েছে। তবে এগুলো সাজানো ছবি নয় বলে তিনি দাবি করেন। সুত্র: আমাদের সময়- Click This Link


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।