আমাদের কথা খুঁজে নিন

   

অনেকটা দিন পার হয়েছে...



তখন আমি ভালোই ছিলাম ডুবে ছিলাম অন্ধকারে মগ্ন হয়ে ভালোবাসায় ভালোই ছিলাম, ভালোই ছিলাম তখন আমি ভালোই ছিলাম তোমার ছাঁয়া পেলেই পরে শরীর জুড়ে যখন তখন বৃষ্টি ঝরে, বৃষ্টি ঝরে তখন আমি ভালোই ছিলাম ভুলের নামে বেড়ে উঠা ফুলের রাশি ভালোবাসি, ভালোবাসি তখন আমি ভালোই ছিলাম দু’ চোখ বেয়ে জ্যোৎস্না রাতের শুভ্র সাদা আলো জ্বলে, আলো জ্বলে বুকের মাঝে নতুন সুরে বেহুলার সুর বেজেই চলে তখন আমি ভালোই ছিলাম, ভালো... শূণ্যতা কে গভীর রাতে ছুঁয়ে দেখি, ছুঁয়ে দেখি বুকের মাঝে তোমার আকা ভালোবাসার দাগ খুঁজেছি... হঠাৎ আমায়, এমন করে কে জাগালো? কে শেখালো এমন ভাবে মান-অভিমান? মনের সুখে যন্ত্রণারই অসুখ সেজে আমায় এমন কে জাগালো? কে জাগালো? আমার এখন ভাল লাগে না অন্ধকারে মগ্ন হয়ে ভালোবাসায় ভাল লাগে না, ভাল লাগে না... অনেকটা দিন পার হয়েছে, অনেকটা দিন গেছে চলে... আমার কেনো ভাল লাগে না কিছু?


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.