আমাদের কথা খুঁজে নিন

   

অনেকটা পথ যখন যেতে হবে তখন রাত থাকতে বেরোনোই ভাল

যে শিক্ষক বুদ্ধিজীবী কবি ও কেরানী প্রকাশ্য পথে হত্যার প্রতিশোধ চায়না আমি তাদের ঘৃণা করি
অনেকটা বছর যখন চেয়ে থাকতে হবে তখন চোখদুটো দেখিয়ে রাখা ভাল অনেকটা পথ যখন হেঁটে যেতে হবে তখন রাত থাকতেই বেরোনো ভাল সাজানো বাড়ি টালির দোচালা পোড়া ইঁট রং দক্ষিণে খোলা বারান্দা কোনাতে হাস্নাহেনা আর কোনে উঠে গেছে লকলকে মাধবীলতা লাল সাদা নীল আমের ডালেতে বাঁধা দোলনা ফুলময় নিবিড় ছায়ায় খেলা করে স্বপ্ন ছবিরা এসব নিয়েও অনেকটা দিন যখন পথ চাইতে হবে তখন আরো দুজোড়া চশমা নিয়ে রাখা ভাল যদি অন্য ভাবে অন্য কিছু হয় যদি অন্য রকম অন্য হিসেব হয় যদি হাত ধরে তার অজানায় যেতে হয় যদি অনির্দিষ্ট অচেনা পথে হারিয়ে যেতে হয় যদি কিশোরী আবেগে হাত ধরাধরি করে আকাশে বা সাগরে ঝাঁপাতে হয়.....তাহলে আর দেরি না করে মনস্থির করে ফেলাই ভাল সেই তো সাজানো বাগান রইল সাজানো মাধবীরা ঝরে গেল অনাদরে হাস্নাহেনারা মাতাল করা সময়ে ডেকে আনল কাল নাগ কাঠের দোলনা ক্ষয়ে ক্ষয়ে গেল সটান উঠে যাওয়া সুপারীটা নুয়ে গেল বয়স ভারে গোলাপেরা বলে দিল আর ফুটবে না তারা দোচালা টালি লাল থেকে ধূসর হলো সব ক’টা পাখি একসাথে উড়ে গেল সব গাঢ় ছায়াগুলো একসাথে সরে গেল ঠাঠা রোদ্দুরে বিহঙ্গ একা থাকতে হলে নরোম মনটা শক্ত করে রাখা ভাল অনেকটা পথ যখন যেতেই হবে তখন রাত থাকেতেই বেরোনো ভাল অনেকটা বছর যখন চেয়ে থাকতে হবে তখন চোখ দুটো দেখিয়ে রাখা ভাল সারাটা জীবন যখন অপেক্ষাতেই থাকতে হবে তখন জন্ম জন্মান্তরের স্মৃতি সাথে রাখা ভাল সঞ্চিত স্মৃতি হিসেব করে খরচ করা ভাল..... অনেকটা পথ যখন যেতে হবে তখন রাত থাকতেই বেরোনো ভাল ...........
 


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.