আমাদের কথা খুঁজে নিন

   

হতবাক আমি নির্বাক আমি!!! সজীব ওয়াজেদ জয় সাহেবের কথা শুনে...



আগে নিউজটি সবাই একনজর পড়ে নেই... তথ্য সু্ত্র আমাদরে মাননীয় সজীব ওয়াজদে সাহবে বলছেনে ফের নির্বাচিত হলে ১ মেগাবাইট ইন্টারনেট মাত্র ২০০ টাকায় পাওয়া যাবে। ওনার কথা শুনে যে কোন মানুষই ভক্ত হয়ে আবার ওনাকে নির্বাচিত করবেন বলে মনে হচ্ছে। কিন্তু আপনারা একটু ভাবুন... ওনি ওয়াদা করেছেন ফের যদি নির্বাচিত হয় তাহলে এই সুবিধাটি দিবেন। আমার প্রশ্ন হল এই আমলে ওনি কেন এই সুবিধাটির জন্য চেষ্টা করেননি। তার মানে ওনি চাইতেন না যে বাংলার মানুষ বর্তমানে এই সুবিধাটি পাক।

ওনি ১ মেগা না হোক ৫১২ ও যদি দিতেন ২০০ না ৩০০ টাকায় তাহলে ও তরুন প্রজন্ম ও একটু হলে ও স্ব¯িত পেত। আবার ওনারা ডিজিটাল বাংলাদেশ গড়বে বলে মানুষকে স্বপ্ন দেখায়। আমার ভাবতেই অনেক লজ্জা হচ্ছে। তারেক মাসুদ এবং মিশুক মনির স্যার ওনারা যেদিন সড়ক দুর্ঘটনায় মারা যায় সেদিন সেখানে রাজনিতীবিদগন জড়ো হয়ে তাদেরকে স্বান্তনার বানী দিতে থাকে। ঠিক সেই সময় মিশুক মনির স্যার এর স্ত্রী সাদেক হোসেন খোক সাহেব ও অন্যান্য ব্যাক্তিদেরকে উদ্দেশ্য করে বলেন আপনারা একজন বাপকে বিক্রি করে রাজনীতি করেন আরেকজন তার স্বামীকে বিক্রি করে রাজনিতী করেন।

আপনারা একজন ও মানুষের কল্যানের জন্য মন থেকে কেউ কাজ করেননা। এটাই হয়তো চরম সত্য কথা আমাদের মতো সাধারন মানুষের কথা। আমার ঠিক প্রায় ৫ বছর আগেকার কথা আওয়ামীলিগের নির্বাচনী ইশতেহার – ইনশাহাল্লাহ আমরা ক্ষমতায় গেলে প্রতি ঘরে ঘরে যোগ্যতা অনুুযায়ী চাকুরীর ব্যাবস্থা করব। কিন্তু আমার ঘরে বা আমার চারপাশে কার ও ঘরে আমি অন্তত দেখলাম যে কারও চাকুরী হতে। যাদের দেখলাম দুই একজনকে তারা ও প্রায় ৪-৫ লক্ষ্য টাকার বিনিময়ে এবং সাথে সাথে দলীয় ব্যানারে তাদের চাকুরী হয়েছে।

জানিনা এর বাইরে কোন সত্য কিছু আছে কিনা... ! এটা শুধু আওয়ামীলিগেই নয় বিএনপিতে আর ও বেশী ও হয়েছে। আমরা দুই দলের কোন দলের কাছেই নিরাপদ নয় ........ তারা ক্ষমতায় যাওয়ার জন্য বলবে এটা করব ওটা করব আসলে তারা তাদের আধিপত্য বিস্তার করার জন্য আর লটপাট করে কাঁড়ি কাঁড়ি টাকা বানানোর জন্যই তারা বিভিন্ন রকম বিভ্রান্তি মূলক কথা বলে বাংলার সাধারন মানুষকে বোকা বানিয়ে তারা মানুষের সাথে বারবার ধোকা দিয়ে থাকে। আমি জানিনা আপনার আমার সাথে কতটুকু একমত হবেন......?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।