আমাদের কথা খুঁজে নিন

   

মাংস খেকো গাছ !!..

পাখি উড়ে গেছে,,,...
১ ২ ভেনাস ফ্লাইট্র্যাপ: এটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে বিখ্যাত মাংসাশী গাছ। এই গাছটির বেচে থাকার জন্য দরকার প্রচুর নাইট্রোজেন। ভেজা মাটিতে এদের জন্ম বলে পোকা শিকার করেই সেই প্রয়োজন মিটায় তারা। এসব গাছ দেখতে পাওয়া যায় আমেরিকার উত্তর দক্ষিন ক্যারোলিনার সামুদ্রিক এলাকায়। ভেনাস ফ্লাইট্র্যাপের রয়েছে ৬ ইন্সি লম্বা পাতা, যা দই অংশে বিভক্ত(দেখতে দুই ভাগে বিভক্ত চোয়ালের মত)।

যখন কোন পোকা মাকর এক চোয়ালে এসে বসে তখন অন্য চোয়াল অনুভতি পাওয়া মাত্র পোকা সহ চোয়ালের সাথে লেগে যায়। তবে এ ঘটনা ঘটে মাত্র আধা সেকেন্ডের মধ্যে । পাতায় থাকে এক ধরনের লালা গ্রন্থি। পাতার লালা গ্রন্থি থেকে বের হওয়া লাল তরল গ্রাস করে নেয় পোকাটিকে। পোকাটিকে খেতে পাতার সময় লাগে দশ দিন ।

দুই অংশ আবার আলাদা হয় নতুন শিকারের আশায়। ১ ২ Pitcher plant: এই গাছটি কলসী গাছ নামে পরিচিত। এর নাম কলসী গাচ হওয়ার কারন হচ্ছে এটি দেখতে অনেকটা কলসীর মত। আর এই কলসির ভিতর লাল রংঙ্গের মধুর মত জুস ভর্তি। যেখানে মধু সেখানে পোকা মাকর আসারই কথা।

যখন কোন পোকা মাকর মধু খেতে আসে তখন পা পিছলে কলসির ভিতরে পরে যায়, আর কলসির মধ্যে থাকে একটা ঢাকনা। পোকা ভিতরে পরা মাত্রই ঢাকনা বন্ধ হয়ে যায়। এর পর ভিতরের মধু পোকাকে খাবারের উপযোগী করে তোলে, গাছ খায় পোকার মাংস। ১ ২ ৩ সানডিউ: সূর্য-শিশির হচ্ছে আরেকটি মাংসাশী গাছ। এ গাছের পাতায় থাকে চুলের মত লম্বা কর্ষিকা।

কর্ষিকার মাথা থেকে বের হওয়া আঠা চকচকে শিশির বিন্দুর মত মনে হয়। আর শিশির বিন্দু পোকাদের আকৃস্ট করে। যখন এ সূর্যশিশিরে পোকারা আকৃষ্ট হয়ে গাছের কাছে যায় কোন পাতায় বসে, তখন কর্ষিকা থেকে বের হওয়া আঠা আটকে ফেলে পোকাদের। পোকারা পালাতে চাইলেও পালাতে পারেনা। এর পর কর্ষিকা গুটিয়ে শিকারকে পাতার মধ্যে ঢেকে ফেলে, ঠিক খাচার মত।

এভাবেই বেচে আছে গাছ গুলো।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।