আমাদের কথা খুঁজে নিন

   

নারীরা আরো বেশি বিপজ্জনক!

পরে বলবো

পুরুষ গাড়িচালকরা প্রায়ই মাথা গরম করে গাড়ি চালিয়ে দুর্ঘটনার শিকার হন। তারা অতিমাত্রায় আবেগী। ড্যাম কেয়ার তো বটেই। আর এ জন্য মালয়েশিয়াতে নারীদের পেশা হিসেবে গাড়ি চালনাকে গ্রহণ করার জন্য সরকারিভাবে উৎসাহ দেয়া হয়েছিল। কারণ হিসেবে ভাবনা ছিল নারীরা পুরুষদের তুলনায় অনেক সংযত এবং সাবধানীও।

কিন্তু মালয় সরকার বোধহয় নিজেদের মহিলাদের চিনতেও ভুল করেছিল। দুর্ঘটনারোধে তাদের নারী ড্রাইভার নিয়োগের সিদ্ধান্ত পক্ষান্তরে বুমেরাং হয়ে দাঁড়িয়েছে। সরকারি উৎসাহে বিপুলসংখ্যক নারী গাড়ি চালনাকে পেশা হিসেবে গ্রহণ করলেও দুর্ঘটনার মাত্রা তো কমেইনি কিছু কিছু ক্ষেত্রে তা আরো বেড়ে গেছে। আর এ জন্য দায়ীÑ নারীদেরই বেপরোয়া এবং বিপজ্জনক গাড়ি চালনা। সে কারণেই আত্মশুদ্ধি মালয় সরকারের নিজেদের নেয়া সিদ্ধান্তকে ভুল হিসেবে স্বীকার করে মালয় সরকারের অপরাধ প্রতিরোধ ফাউন্ডেশনের বিশেষজ্ঞ কামাল আফেন্দি হাশেম বলেছেন, মালয়েশিয়াতে সবাই নিজেদের সুপারম্যান হিসেবে ভাবতে ভালোবাসে।

সড়ক দুর্ঘটনার মাত্রা বেড়ে যাওয়ার এটাই অন্যতম কারণ। এ জন্য সরকার নারীদেরকে পেশা হিসেবে ড্রাইভিংকে বেছে নিতে উৎসাহিত করে। কিন্তু কে জানতো তারাও নিজেদেরকে সুপার উইম্যান হিসেবে ভাবতে পছন্দ করবে। প্রথম দিকে তারা বেশ সাবধানেই গাড়ি চালাতো। কিন্তু পরে তারাও অতি উৎসাহী হয়ে ওঠে।

রাস্তাকে তারা রেস ট্র্যাক হিসেবে নেয়। ফলাফল দুর্ঘটনা আগের চেয়েও আরো বেড়েছে। মালয়েশিয়ার সড়ক নিরাপত্তা গবেষণার পরিচালক প্রফেসর ড. আহমেদ ফারহান মোঃ সাদুল্লাহ বলেছেন, নারীরা গাড়ি চালনা পেশায় আশার পর দুর্ঘটনার পরিমান আরো বেড়ে গেছে। তারা নিজেদের অদৃশ্য হিসেবে ভাবতে পছন্দ করে। সিট বেল্ট বাধার প্রয়োজনও মনে করে না কখনো।

পুরুষ গাড়িচালকদের বিরামহীনভাবে ওভারটেক করার নেশায় তারা দুর্ঘটনা ঘটিয়ে ফেলে। তিনি অবশ্য এটাও উল্লেখ করেছেন পুরুষ ড্রাইভাররা এখন আগের চেয়ে অনেক বেশি সংযত। তাদের পেশাগত দায়িত্ববোধ আগের চেয়ে অনেক বেড়েছে। মাত্রাতিরিক্ত গতিতে গাড়ি চালানো দণ্ডনীয় অপরাধ হলেও কোনো প্রকার ভ্রূক্ষেপ দেখা যাচ্ছে না নারী ড্রাইভারদের মধ্যে। তাই এখন বিকল্প কোনো পন্থা খুঁজছে সরকার।

এ বিকল্প পন্থাগুলোর মধ্যে একটি হচ্ছে ভালো ড্রাইভারদের পুরস্কৃত করা। বিভিন্ন ইনস্যুরেন্স কোম্পানিগুলো যদি কার্যকর পদক্ষেপ নেয় তাহলে এ পরিকল্পনাটি সফল হবে। অবশ্য এ পরিকল্পনাটি কার্যকর করতে ব্যাংক নেগারার অনুমতির প্রয়োজন হবে। দিনের শেষে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।