আমাদের কথা খুঁজে নিন

   

শেষের কবিতা--- রবিন্দ্রনাথ ঠাকুর

কিছুই কমু না..

কালের যাত্রায় ধ্বনি শুনিতে কি পাও। তারি রথ নিত্যই উদও জাগাইছে আন্তরীক্ষে হৃদয়স্পন্দন, চক্রে-পিষ্ঠ আঁধারের বক্ষফাটা তারার ক্রন্দন। ওগো বন্ধু, সেই ধবমান কাল জড়ায়ে ধরিলো মরে ফেরি তার জাল-- তুলে নিল দ্রুতরথে দুঃসাহসী ভ্রমণের পথে তোমা হতে বহু দূরে। মনে হয়, আজস্র মৃত্যুরে পার হয়ে আসিলাম আজি নবপ্রভাতের শিখরচূড়ায়-- রথের চঞ্চল বেগ হাওয়ায় উড়ায় আমার পুরানো নাম। ফিরিবার পথ নাহি; দূর হতে যদি দেখ চাহি পারিবেনা চিনিতে আমায়। হে বন্ধু বিদায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।