আমাদের কথা খুঁজে নিন

   

///শেষের কবিতা///

জীবনের অর্থ খুজিনা,তাই জীবনকে অর্থহীন মনে হয়না তাকিয়ে দ্যাখো,কাঁদছি আমি অচিনপুরের দুয়ার পাশে, চায়না এ মন ভাবতে তোমায় জ্যোতস্না আলোর স্পর্শ শেষে, থাকনা পরে স্বপ্নগুলো,যাক না উঠে মন, ভাববো বসে একলা রাতে সুখের কোনো ক্ষণ। হঠাত যদি নিদ্রা ভেঙ্গে থমকে থাকে রাত, সান্তনা মোর থাকবে জেনো,সঙ্গী অনুতাপ। ভুলের ছকে বাধা এ প্রান,প্রস্ফুটিত ক্ষোভ, বেসেছিলাম তোমায় ভালো,সুখের ছিলো লোভ। ভাবছ এসব আবোলতাবোল কি বকেছি চলে, বুকের মাঝে কষ্ট একেঁ যাচ্ছি তোমায় ফেলে।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।