আমাদের কথা খুঁজে নিন

   

শেষের কথা



পুরাতন ডয়ারটা খুলতেই সাদা খামে জরানো কিছু ছবি উকি দিল ,পাশে কিছু চিরকূট আর ছোট ছোট গিফট বক্স । 2 বছরে এগুলোর উপর কারও হাত লাগেনি । একরাশ ধুলোর মাঝে রোদেলার হাত পরল জিনিস গুলোর উপরে । সব গুলো স্কুলে মিথুলের দেওয়া । মিথুল ওর গেদু কালের দোস্ত ।

এতদিন একবারও এগুলো খুলে দেখার ইচ্ছা হয়নি । আজ কিছু একটা রাখার জন্য খুলে দেখা । যতদূর মনে পরে শেষ কথা হয়েছিল রেজালট দেবার পর । সবসময় 1 ম হত মিথুল এটা নিয়ে রোদেলার কোন জেদ ছিল না । কিন্তু রোদেলার মা সারাক্ষন কিট কিট করত যদিও ওর প্লেস ছিল 2 য় ।

মিথুনকে সামনে পেলে রোদেলার মা একগাল ভাল মন্দ শুনিয়ে দিত । আর মিথুনের মা ছিলেন ডাক্তার ,সবার সাথেই ভাল ব্যবহার করতেন । মিথুন খুব শান্ত ছিল সব কাজেই ছিল রোদেলা । খেলতে হবে তো রোদেলা , প্রাইভেট, ঘুরা সব কিছুতেই রোদেলা । আর রোদেলাও অন্য কোন সূএ দেখেনি তাতে ।

রেজাল েট রোদেলা যখন মিথুন থেকে ভাল করল ও এসেছিল ফুল আর একটা বিশাল লাল ডায়রি নিয়ে । আর মিথুনের মা যিনি সব সময় উলটো বুঝেন অপমান করল মিথুন কে । ব্যস এরপর মিথুনের আর কোন খবর পায়নি রোদেলা । অনেক দিন মন খারাপ ছিল এটা নিয়ে । কিন্তু আস্তে আস্তে আর নতুন দোস্ত হয় তারপর ভুলে যায় মিথুন কে ।

এখন মিথুন শুধু এই ডয়ারে ডেকে থাকা স্মৃতি ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।