আমাদের কথা খুঁজে নিন

   

প্রলাপ- গ্রহের চক্রে আমি



জটিলতর টিন্তাধারায় খেই হারিয়ে চলি আমি। সহজ করে ভাবতে গেলে অনেক কিছুই হয়তো বা সহজ! কিন্তু সহজ করে ভাবাটাই বোধহয় সহজ নয়। একজন মানুষ কখনই অন্য আরেক জন মানুষের জন্য থেমে থাকে না। ঘুর্ণায়ন চক্রে থেমে থাকার অবকাশ কোথায়? কোন কিছুই নতুন নয়, আবার অতি পুরাতন কে খঁজে ফেরাও কার্য দিবস বর্হিভূত। কেন,কি ,কিভাবে? এরকম হাজার প্রশ্নের উত্তরে- বিশেষ ব্যাখ্যাও প্রশ্ন বিদ্ধ হতে পারে।

জ্ঞানগর্ভ বাক্য ব্যয় কোন অর্থ রাখে না যদি বা সহজ করে কোন কিছু ব্যাখ্যা না করা যায়। এরকম অনেক কিছুর মধ্যে অতি সহজ এবং একই সাথে অতি কঠিন, মাঝে মাঝে ব্যাখ্যাতীত বোধ হয় ভালবাসা শব্দটি আবার সুন্দর শব্দটিও বেশ গোলমেলে। উপমা ছাড়া প্রমাণ মেলে না! অঁন্ধকারই বোধহয় একমাত্র সহজ এবং জটিলতা মুক্ত। ধার করা আলো হতে পারে,আলোতে কলঙ্কও থাকে- অতি পুরাতন উদাহরণ- এক্ষেত্রে চাঁদকে আর না টানাই ভাল! কিন্তু আঁধারই একমাত্র মৃত্যুর মত সন্দেহহীন- দ্বিধাহীন, তুমি-আমি আত্মিয়তা শূণ্য। চোখ ধাঁধানো আলোতেও পথ হারানোর হাজার উদাহরণ বিদ্ধমান- প্রমিলা,রমিলা বা চন্দ্রবালারা আলো জ্বালে অঁন্ধকারে আর, সে আলোতেই পথ হারায় বাবুদের সভ্যতা।

অথচ অঁন্ধকার মানেই দ্বিধাশূন্য- কেনই বা নয়? দিশাহারা পথে নতুন করে পথ হারানো বলে কিছু নেই! সর্বহারা পথিকের নতুন করে হারানোর আর কিইবা থাকতে পারে? ০৫/০৩/১০

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।