আমাদের কথা খুঁজে নিন

   

‘তুরস্কে গভীররাতে অ্যালকোহল বিক্রি নিষিদ্ধ’

নতুন আইনানুযায়ী তুরস্কে রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত অ্যালকোহলযুক্ত পানীয় বিক্রি বন্ধ থাকবে এবং এই সময় এ সম্পর্কিত কোনো অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতাও করতে পারবে না কোনো প্রতিষ্ঠান। এই আইন তুরস্কের জনসাধারণ বিশেষ করে তুর্কি যুবসমাজকে অ্যালকোহলের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করবে বলে দাবি করেছে দেশটির ক্ষমতাসীন ইসলামপন্থী দল একে পার্টি। তবে সমালোচকরা বলছেন, এটি ধর্মনিরপেক্ষ তুরস্কের ওপর ইসলামি আইন চাপিয়ে দেওয়ার নয়া কৌশল। মুসলিম প্রধান হলেও সংবিধান অনুযায়ী তুরস্ক ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। তুরস্কের প্রেসিডেন্ট আবদুল্লাহ গুল আইনটিতে স্ই করার পর এটি কার্যকর হবে।

একে পার্টির সদস্য প্রেসিডেন্ট দ্রুতই তা করবেন বলে ধারণা করা হচ্ছে। তুরস্ক সরকারের এই উদ্যোগে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্বের সবচেয়ে বড় অ্যালকোহলযুক্ত পানীয় প্রস্ততকারক প্রতিষ্ঠান ডাইজিয়ো পিএলসি। ২০১১ সালে তুর্কি মদের সবচেয়ে বড় কোম্পানিটি ২শ’ দশ কোটি ডলারে কিনে নিয়েছিল ডায়জিয়ো। “বিদেশি বিনিয়োগকে উৎসাহিত করে” এমন একটি দেশে বিনিয়োগ করেছে বিশ্বাস করেই তুর্কি কোম্পানিটি কিনেছিল বলে জানিয়েছে ডাইজিয়ো। নতুন এই আইনের সামালোচনা করে প্রধান বিরোধীদলীয় আইনপ্রণেতা মুসা ক্যাম বলেন, “কে কী পান করবে আর কী পান করবে না এ বিষয়ে কেউ কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারে না।

এটি ধর্মীয় ও নৈতিক সিদ্ধান্ত। ” কুর্দি এক আইনপ্রণেতা সতর্ক করে দিয়ে বলেন, “এই আইন পর্যটনের ওপর বিরুপ প্রভাব ফেলতে পারে। আর একবার যদি পর্যটন শিল্পে ধস নামে তবে তা থেকে উত্তরণ সহজ হবে না। ”

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.