আমাদের কথা খুঁজে নিন

   

তুরস্কে ফের পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষ

এর মধ্য দিয়ে দেশটিতে শুরু হওয়া বিক্ষোভ চতুর্থ দিনে গড়িয়েছে। তুরস্কের প্রধান প্রধান শহরগুলোতে রাতভর বিক্ষোভের পর দিনে পশ্চিমাঞ্চলীয় বন্দরনগরী ইজমিরে একে পার্টির কার্যালয়ে আগুনে বোমা ছুড়েছে বিক্ষোভকারীরা। টিভি ফুটেজে একটি ভবনে আগুন জ্বলতে দেখা গেছে। বিক্ষুদ্ধ জনতাকে পুলিশ টিয়ারগ্যাস ছুড়ে ছত্রভঙ্গ করার চেষ্টা চালায়। এ সময় ইস্তানম্বুলে প্রধানমন্ত্রী রেসেপ তায়েপ এরদোয়ানের কার্যালয়ের আশেপাশের রাস্তাগুলো বন্ধ করে দেয়া হয়।

ইস্তাম্বুলে একটি পার্ক ধ্বংস করে সেখানে একটি বিশাল বাণিজ্যিক কমপ্লেক্স তৈরির প্রতিবাদ জানিয়ে ইস্তাম্বুলের তাকসিম স্কয়ারে প্রথমে এ বিক্ষোভ শুরু হয়।
শুক্রবার তাকসিম স্কয়ার সংলগ্ন গেজি পার্ক, যেখানে ঐতিহাসিক আমলের সামরিক ব্যারাক রয়েছে সে স্থাপনাটি ভেঙে নতুন করে সাজানোর পরিকল্পনার প্রতিবাদে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানায় স্থানীয়রা। কিন্তু পুলিশ তাদের ওপর চড়াও হলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এক পর্যা্য়ে কাঁদানে গ্যাসের শেল, জলকামান ও পিপার স্প্রে ব্যবহার করে পুলিশ। এর প্রতিবাদে শনিবার ইস্তানবুলের পাশাপাশি আঙ্কারা ও বন্দরনগরী ইজমিরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।


দুইদিনের সহিংসতার পর ইস্তাম্বুল স্কয়ার পুনর্দখল করে বিক্ষোভকারীরা। গ্রেপ্তার হয় প্রায় ১ হাজার মানুষ। আহতও হয় অনেক মানুষ।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.