আমাদের কথা খুঁজে নিন

   

তুরস্কে যা ঘটে গেল!!!

অভিলাসী মন চন্দ্রে না পাক, জোছনায় পাক সামান্য ঠাই গতকালকে তুরস্কে একটা ঘটনা ঘটে গেল! ইস্তানবুলের বিখ্যাত একটা চত্বর হলো, তাকসিম। ওখানে একটা পার্কের জায়গায় শপিং মল বানানোর বিরুদ্ধে ডাকা প্রতিবাদ সমাবেশে পুলিশের আতর্কিত হামলা হয়। টিয়ার গ্যাস, পেপার স্প্রে ব্যাবহার হওয়ায়, জনগণ ব্যাপক ক্ষুদ্ধ হয়। এমনিতে শিক্ষিত তুর্কিরা ক্ষমতাসীন একে পার্টি আর তার প্রধানমন্ত্রী এরদোয়ানের উপর ব্যাপক ক্ষুদ্ধ, তাই এই পুলিশি হামলার ঘটনায় সকল সরকারবিরোধীদের রাগের বিস্ফোরন ঘটে। তাকসিমের ঘটনার প্রতিবাদে, আংকারা, ইজমির, এসকিশেহিরসহ সারা তুরস্ক জুড়ে সরকারবিরোধীরা পথে নেমে আসে।

ঘটনাটা এতদুর গড়ানোর পেছনে একটা বড় কারন হলো, বিরোধী দল সিএইচপি'র, ১লা জুন সমাবেশের কথা ছিল ইস্তানবুলে, যা ক্যানসেল করে তাদের সমর্থকদের তাকসিম ও অন্যান্য এলাকায় পাঠায় দলটি। তবে সকল পার্টি পতাকা বা নেতারা অনুপস্থিত ছিল। কারন, ওদের সংশ্লিষ্টতা দেখা গেলে বিক্ষোভটা রাজনৈতিক রূপ পেয়ে যেত। তবে, তুর্কি প্রেসিডেন্ট আবদুল্লাহ গুল তুর্কমেনিস্তান সফর থেকে ফিরেই পুলিশ এবং প্রধানমন্ত্রীকে কঠোর নির্দেশ দেয় যেন বিক্ষোভকারীদের দমনে নতুন করে কোন কঠোর ব্যাবস্থা না নেয়া হয়। যার ফলে পরিস্থিতি শান্ত হয়ে যাবে বলে আশা করছি।

তুর্কি'র এই ঘটনা আরব বসন্তের মত কিছু হবে বলে আমার মনে হয় না। এটা ছিল অকুপাই ওয়াল স্ট্রিটের আদলে কিছু একটার আশায় পশ্চিমা এবং লিবেরাল মিডিয়াতে অতিরঞ্জিত একে পার্টি বিরোধী হেভি প্রোপাগান্ডা এবং প্রধানমন্ত্রী এরদোয়ান বিরোধীদের বড় ধরনের শো-ডাউন। তবে, এটা নিশ্চিত যে, এরদোয়ানের উত্তরোত্তর ক্ষমতাবৃদ্ধি, এবং অপ্রতিদ্বন্দী মনোভাব যে পশ্চিমা বিশ্ব এবং লিবের‌্যাল তুর্কিরা স্বাভাবিকভাবে গ্রহন করছে না সেটা পরিস্কার বোঝা গেল! ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.