আমাদের কথা খুঁজে নিন

   

একটা তাজা খবর

এক অসাম্প্রদায়িক উজ্জল বাংলাদেশের স্বপ্ন দেখি

কেবল ভোর। ঘড়ির কাটায় ৫টা ১৭মিনিট। চোখ বন্ধ করে ঘুম দেবীর আরাধনায় মগ্ন ছিলাম। মাঝে মাঝে এপাশ ওপাশ ও করছিলাম। কিন্তু ঘুমের কোন দেখা মিলছিল না।

ভাবছিলাম কীকরা যায়। এখন ঘুমালে তো আর সকালে উঠতে পারবোনা। আবার জেগে থাকতেও ক্লান্ত লাগছিল। কি করি কি করি আমতা আমতা ভেবেই চলছিলাম। হঠাত আমার খাট টা কেমন করে দুলে উঠল।

বেশ জোরে জোরেই। মনে হল কেউ যেন খাট ধরে নাড়া দিল। ৫ থেকে ৭ সেকেন্ড হবে। অবাক হলাম,তারপর মনে এল ভয়। কারন আমিতো নড়ছিলাম না।

কী হল এটা!তাহলে কী ভূত এসেছে! আমার কাথাটা গায়ে ভাল করে জড়ালাম। ভূতের ভয়ে এত বড় হয়েও এমন করছি। ভাবতেই হাসি পেল। অতপর ঠান্ডা মাথায় ভাবতে লাগলাম। কেন এমন হল!এমন করে সব কেপে উঠল কেন।

এটা ই কী তবে ভূমি কম্পন! হ্যা,এইবার বুঝলাম,একেই বলে ভূমিকম্পন। সগ্গানে এটাই আমার ভূমিকম্পনের প্রথম অভিগ্গতা। তাই প্রথমে বুঝতে পারিনি। মনে হচ্ছে আমি ই প্রথম ব্যক্তি যে এবারের ভূ কম্পনের খবরটা প্রঠমে দিলাম। পাঠক এটাই তাজা খবর।

ঠান্ডা হওয়ার আগে গরম গরম পড়ে নিন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.