আমাদের কথা খুঁজে নিন

   

স্টেডিয়ামে বাণিজ্য মেলা: ক্রীড়াঙ্গনে অসন্তোষ

বিষয়টি নিয়ে কথা বলতে গেলে জেলা ক্রীড়া সংস্থার কোনো কর্মকর্তা মুখ খুলতে রাজি হননি।
তবে, ক্রীড়া সংস্থার সভাপতি জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাদের লিখিত সুপারিশের ভিত্তিতেই স্টেডিয়ামে বাণিজ্য মেলার অনুমতি দেয়া হয়েছে।
ফুটবল, হ্যান্ডবল ও ক্রিকেট খেলোয়াড়দের কয়েকজন হলেন আতিক, জুয়েল, রাজন ও ফোরকান।
তারা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্টেডিয়ামে মেলার কারণে বিভিন্ন ম্যাচ ও প্র্যাকটিস বন্ধ রয়েছে।
সামনে আছে লীগের খেলা।

তার কোনো প্রস্তুতি নেই। খেলার সময় চলছে মেলা।
তাদের মতে, এই বাণিজ্য মেলার আয়োজন স্টেডিয়ামে না করে শহীদ দারোগ আলী পৌরপার্কে করলে খেলোয়াড় এবং ক্রীড়া সংশ্লিষ্টদের ভোগান্তি ও বিড়ম্বনায় পড়তে হতো না।
নাম প্রকাশে অনেচ্ছুক জেলা ক্রীড়া সংস্থার কয়েকজন সদস্য বলেন, এই স্টেডিয়ামে জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত বাণিজ্য মেলার ব্যাপারে সভা করে সিদ্ধান্ত নেয়ার কথা থাকলেও তা করা হয়নি।
কোনো সভা ছাড়াই বাণিজ্য মেলা অনুষ্ঠানের অনুমতি দেয়া হয়েছে।


তারা বলেন, মেলার পর মাঠ সংস্কার করে খেলার উপযোগী করতে ছয় মাস লেগে যায়। ফলে সব ধরনের খেলাধুলা ব্যাহত হয়।
এ ব্যাপারে জেলা ক্রীড়া সংস্থার যুগ্ন সাধারণ সম্পাদক সৈয়দ রবিউল করিম মনি এবং সহ-সাধারণ সম্পাদক নাজিমুল হক নাজিম কোনো মন্তব্য করতে রাজি হননি।  
গত ১১ মে থেকে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে একমাসব্যাপী এ বাণিজ্য মেলা শুরু হয়েছে।


সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.