আমাদের কথা খুঁজে নিন

   

মিরপুর স্টেডিয়ামে আতশবাজি এবং আতঙ্ক

কাপুরুষের শেষ আশ্রয় হল দেশপ্রেম

গতকাল রাত পৌনে দশটার দিকে মিরপুর স্টেডিয়ামে বিগ বস টি-২০ ক্রিকেটের ফাইনাল খেলাশেষে শুরু হয় বর্ণিল আতশবাজি। তার কিছুক্ষণ আগে মতিঝিলে ব্যারিস্টার ফজলে নূর তাপসের গাড়ি লক্ষ্য করে বোমা হামলা হয়। ঐ খেলা চলাকালে মিরপুরের অনেক জায়গার বিদ্যুৎ ছিল না। ফলে খেলা শেষে যখন হঠাৎই আতশবাজির বিকট শব্দ শুরু হয় তখন অনেকে গোলাগুলির শব্দ মনে করে আতঙ্কিত হয়ে পড়েন। আমার কাছে অনেকে ফোনে জানতে চান কোন গন্ডগোল শুরু হল নাকি।

মিরপুর স্টেডিয়ামের কাছে বাসা হওয়ায় এবং টিভিতে খেলা দেখায় আমি বুঝতে পারছিলাম কি ঘটছে। সবাইকে আশ্বস্ত করলাম, এটা নিছক আতশবাজির উৎসব। আমার স্ত্রী ও ছোটবোন ততক্ষণে বাড়ির ছাদে দাঁড়িয়ে চোখ ধাঁধানো আতশবাজি দেখছে। আর আমি গৃহকর্তা বেচারা বাড়ি পাহারা দিচ্ছি। যাহোক, শেষ পর্যন্ত যখন ছাদে পৌঁছলাম ততক্ষণে আতশবাজি শেষ, বেলুন উড়ানো শুরু হল- কয়েকটি আবজাব ছবি শেয়ার করলাম।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.