আমাদের কথা খুঁজে নিন

   

ধন্যবাদ এডমিন'কে

হাম্বালীগ হৈলে অফ যা। রাজাকার হৈলে গদাম।

কিছুক্ষণ আগে সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমান বিরোধী দলীয় নের্তৃ বেগম খালেদা জিয়াকে নিয়ে জনৈক আওয়ামী লীগ নেতার একটি আপত্তিকর মন্তব্য পোস্ট করা হয়েছিল। তা ব্যান করার জন্য এডমিনকে ধন্যবাদ। লেখক ব্লগারের উদ্দেশে বলছি, ভাই দয়া করে ব্লগে সুস্থ্য ও রুচিশীল মানসিকতার পরিচয় দিন।

আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়েও বিএনপি নেতারা অনেক মুখরোচক কথাবার্তা বলেন। তাই বলে তাদের কথায় নাচা ব্যক্তিত্ববান মানুষের সাজে না। খালেদা, হাসিনা, এরশাদ- যাদের কথাই বলেন না কেন, মনে রাখতে হবে তারা সবাই আমাদের জাতীয় নেতা। সবাইকে শ্রদ্ধা করে পরে আমরা বিশেষ একজন নেতাকে আমাদের সমর্থন বা ভালোবাসা জানাতে পারি। এটাই সভ্য দেশের প্র্যাক্টিস।

নেতাদের ব্যক্তিগত আক্রমন ময়দানেই থাকতে দিন। তারা বাসায় ফিরে গিয়ে ঠিকই সৌজন্য বিনিময় করবেন আর আমাদের মত পাবলিকরা এসব কথা ধরে প্রাণও পর্যন্ত হারাবেন! বিশ্বের এক আজিব দেশে বাস করছি আমরা। কম্পিউটার আপনারও আছে, অন্যদেরও আছে। আপনার কীবোর্ডের সাথে সাথে অন্যদেরও কীবোর্ড সচল থাকে। সুতরাং ফালতু বিষয় নিয়ে ব্লগের পরিবেশ নষ্ট না করে আগামী মাসের ৪,৫ ও ৬ তারিখ বঙ্গবন্ধু নভোথিয়েটারে ডিজিটাল পাবলিক ইনোভেশন ফেয়ার হবে, এর জন্য কিছুটা সময় বের করার ধান্দা করেন।

বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ার পথে জনগণকে কিভাবে আইসিটি সেবা দিয়ে যাচ্ছে, তা দেখতে ও জানতে পারবেন। কিছু শিখেন এবং আশেপাশের মানুষদের কিছু শিখান এবং জানান। মনে তো হয় দুই লাইন বাংলা লিখে মহা পন্ডিত হয়ে গেছেন! নোংরা জিনিস না ঘেটে পজিটিভ কিছু করার চিন্তা ভাবনা করেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.