আমাদের কথা খুঁজে নিন

   

নিষ্ফল কামনা :: প্রিয় কবিতা

সত্য, সত্য এবং সত্য...

[যখনমাত্র একটু একটু কবিতার ভিতরে প্রবেশ করতে পারি তখনই ভালো লেগেছিলো রবীন্দ্রনাথের এই কবিতাটি। অংশবিশেষ রেখে দিচ্ছি আমার এই ব্লগ। ] নিষ্ফল কামনা :: মানসী বৃথা এ ক্রন্দন। বৃথা এ অনল-ভরা দূরন্ত বাসনা। রবি অস্ত যায়।

অরণ্যেতে অন্ধকার আকাশেতে আলো সন্ধ্যা নত আঁখি ধীরে আসে দিবার পশ্চাতে। বহে কি না বহে বিদায়বিষাদশ্রান্ত সন্ধ্যার বাতাস। .... .... বৃথা এ ক্রন্দন। হায় রে দুরাশা! এ রহস্য এ আনন্দ তোর তরে নয়। যাহা পাস তাই ভালো- হাসিটুকু, কথাটুকু, নয়নের দৃষ্টিটুকু, প্রেমের আভাস।

সমগ্র মানব তুই পেতে চাস, এ কী দুঃসাহস! কী আছে বা তোর, কী পারিবি দিতে। আছে কি অনন্ত প্রেম? পারিবি মিটাতে জীবনের অনন্ত অভাব? ... ... ... তুমি তাহা চাও ছিঁড়ে নিতে? লও মধুর সৌরভ, দেখো তার সৌন্দর্য বিকাশ, মধু তার করো তুমি পান, ভালোবাসো, প্রেমে হও বলী- চেয়োনা তাহারে। আকঙ্খার ধন নহে আত্না মানবের। …

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।