আমাদের কথা খুঁজে নিন

   

নিষ্ফল প্রয়াস

বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের একটি জেলা। তারুণ্যদীপ্ত ও উদ্যোগী কয়েকজন সিনেমা-পাগল তরুণ নিজেদের দীর্ঘ দিনের বুকে লালন করা স্বপ্ন বাস্তবায়িত করতে উদ্যোগ নেয় দেশের সমসাময়িক বিষয়ের উপর ভিত্তি করে এমন একটি চলচ্চিত্র তৈরি করার,যা নাড়া দিতে পারে পুরো জাতির বিবেক,তথা সমগ্র মানবতাকে। তাদের ছবির বিষয়- বাংলাদেশে চলতে থাকা যুদ্ধাপরাধীদের বিচার বন্ধে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ঘটমান বিভিন্ন ষড়যন্ত্র,যার মাধ্যমে একদল ধর্ম-ব্যাবসায়ী,যারা ধর্মের দোহাই দিয়ে দেশে ঘৃণ্য রাজনীতি চালায় -তারা.,তাদের মদদ-দাতারা। চলতে থাকে তাদের সিনেমা তৈরীর কাজ। কিন্তু তাদের কাজ যখন প্রায় মাঝ পর্যায়ে,তখন থেকেই তারা সেইসব স্বাধীনতাবিরোধীদের কাছ থেকে পেতে থাকে প্রতক্ষ-পরোক্ষভাবে প্রাণনাশের হুমকি..,যার কোন তোয়াক্কাই করে না দেশপ্রেমে বলীয়ান ঐ নির্ভীক তরুণেরা।

কিন্তু একসময় তাদের মাঝে তিনজন হঠাৎ করেই গুম হয় কোন এক সন্ধ্যায়। অনেক খোঁজাখুঁজি করেও তাদের কোন হদিস পায়না প্রশাসন। কয়েকদিন পর খুঁজে পাওয়া যায় তাদের জবাই করা লাশ। সমগ্র দেশ উত্তাল হয়ে ওঠে প্রচণ্ড আন্দলনে। সরকার খুনিদের স্বল্পতম সময়ের মধ্যে খুঁজে বের করার অঙ্গীকার করে.,প্রশাসন হঠাৎ তৎপর হয়ে ওঠে খুনিদের সন্ধানে।

সাংবাদিকেরা নির্ঘুম রাত কাটায় নিত্য-নতুন খবর সংগ্রহে আর প্রতিবেদন তৈরি করতে কিন্তু কয়েকমাস পরেই চাপা পড়ে যায় নির্ভীক ঐ তিন তরুণ..,মাঝপথেই থেমে যায় সকল আন্দোলন...!!! ঠিক যেমন মাঝপথেই থেমে গিয়েছিল তাদের হৃদয়ে লালন করা স্বপ্নের চলচ্চিত্রটি তৈরির প্রয়াস.... ©AA B Joy  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।