আমাদের কথা খুঁজে নিন

   

নিষ্ফল ভাবনা ।।

খুব অবাক হই যখন দেখি, মানুষের কাছে মনের চেয়ে চেহারার মূল্য অনেক বেশী ভেবেছিলাম মন দিয়ে করবো জয় কিন্তু এ ভাবনা ভুল বলে পরিচয়ে দেখা দেই । । বিবেকের দরজায় কড়া নাড়া দিয়ে দেহের মাঝে পড়ে থাকা হাজার ও প্রশ্ন প্রবল অট্রহাসি চিৎকার করে বের হয়ে আসে । । বার বার বলে মানুষের চেহারা যদি সব তাহলে কি দরকার এই মনের ভাঙাগড়া তাসের খেলা ঘর ? Photo: _____ নিষ্ফল ভাবনা ।

। খুব অবাক হই যখন দেখি, মানুষের কাছে মনের চেয়ে চেহারার মূল্য অনেক বেশী ভেবেছিলাম মন দিয়ে করবো জয় কিন্তু এ ভাবনা ভুল বলে পরিচয়ে দেখা দেই । । বিবেকের দরজায় কড়া নাড়া দিয়ে দেহের মাঝে পড়ে থাকা হাজার ও প্রশ্ন প্রবল অট্রহাসি চিৎকার করে বের হয়ে আসে । ।

বার বার বলে মানুষের চেহারা যদি সব তাহলে কি দরকার এই মনের ভাঙাগড়া তাসের খেলা ঘর ? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।