আমাদের কথা খুঁজে নিন

   

ধূসর আকাশে



আজ বাংলা কত তারিখ ? জানি না এখন যে কবিতা লিখি না বাংলা তারিখটাও তাই হারিয়ে গেছে । এমন কঠিন কিছু নয় যদিও সকালের পেপারে চোখ বুলালেই পাব। ও হ্যা তাইতো আজ ৯ই মাঘ বিচিত্র এলোমেলো দিন আজ। এলোমেলো সময়। ধূসর মেঘের তাড়নায় সূর্য্যের প্রখর আলো ধূসর হয়ে গেছে।

আসলে কী তাই? শুধুই কী সুর্য্যের রঙ ধূসর? আজ কী আমার মনও কিছুটা ধূসর হয় নি? হবে হয়তো জানি না এখন কবিতা লিখি না। কেন লিখি না? ব্যস্ততা শুরু হল তো সবে তাহলে এত দিন এত কবিতা? হয়তো মনে তীব্র চাপে কবিতা আসে না কবিতার ছন্দও মেলে না। তাই বুঝি কবিতা লিখি না। তবে তুমি ভেব না যেন তোমায় আর ভালোবাসি না কারণ এখন কবিতা লিখি না। দেখনা এখনও তোমার নামের আশেপাশে যেখানেই যা লিখি সবই তো ছন্দে ভাসে।

দোষ শুধু একটাই এখন আর কবিতা লিখি না । চেয়ে দেখ এই ধূসর দূপুরের ধূসর আকাশে যতটুকুই নীল আকাশ সেও অসীম যেন তল পাবে না । তাহলে এত কষ্ট কেন আর কবিতা লিখি না?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।